বেশিদিন আগের কথা নয় Snapdragon 8 Gen 1 Plus model SM8475 খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসছে। এর প্রধান আপগ্রেড হল TSMC 4nm প্রসেস, খুব ভালো energy efficiency ও দুর্দান্ত পারফরম্যান্স।
আজকের তথ্য অনুযায়ী TSMC 4nm SM8475 এর schedule এই মাসের মিডল কিংবা শেষের দিকে রিলিজ হবে, আর এর প্রোডাক্ট কাজ শেষ হবে আগামী মাসে।
অনেকগুলি কোম্পানি পরবর্তী মাসের শেষের দিকে Snapdragon 8 Gen 1 Plus processor এর সাথে তাদের প্রোডাক্ট launched করার পরিকল্পনা করছে।
এখনও পর্যন্ত জানা গিয়েছে কয়েকটি প্রোডাক্ট এর নাম হল Motorola Frontier, Vivo X80 Pro Plus, One Plus 10 Ultra, Xiaomi 12 Ultra, Xiaomi 12 series (upgraded), এছাড়াও পরবর্তীতে Samsung’s Galaxy Z Fold4 অ্যান্ড Flip4 Snapdragon 8 Gen 1 Plus এর সাথে launched হবে।
আজকে Realme`s vice President Realme GT2 Master Edition সমন্ধে একটি বার্তা জানিয়েছেন যে, এই ফোনের ডিজাইন তৈরি করেছেন বিখ্যাত Japanese Design Master Naoto Fukasawa.
Digital Chat Station এর মতে, Realme GT2 Master Edition থাকবে ইন্ডাস্টরিয়াল first-class design ও texture, সাথে থাকবে সবচেয়ে powerful android processor Qualcomm Snapdragon 8 Gen 1 Plus।
Xiaomi 12 Pro Max Exposure

এই নতুন মেশিন সম্পর্কে Xiaomi এখনও পর্যন্ত কোনো নতুন announced করে নি।
Digital Chat Station এর নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই নতুন মেশিনটির certification এর জন্য approved হয়ে গেছে যার মডেল no হল model 2207122MC, L2M.
এই মেশিনটি যেহেতু Xiaomi 12 Pro এর আপগ্রেড ভার্সন তাই এই ফোনটিতে টাইম টু টাইম processor এর পরিবর্তন করে Snapdragon 8 Gen 1 এর পরিবর্তে Qualcomm Snapdragon 8 Gen 1 Plus ব্যাবহার করা হবে।
এই চিপটি TSMC 4nm technology process এর তৈরি করা হয়েছে, যাতে থাকবে বড় Cortex X2 core, large Cortex A710 core এবং ছোট cortex A510 core,
CPU মেন ফ্রিকোয়েন্সি থাকবে 2.99GHz, দেখে ছোট আপগ্রেড মনে হলেও Snapdragon 8 Gen 1 এর তুলনায় খুব ভালো energy efficiency মেইনটেইন করে।
এছাড়াও Xiaomi 12s ও Xiaomi 12s Pro IMEI database এর লিস্ট নাম পাওয়া গেছে, Xiaomi 12s Pro এর মডেল নম্বর হল 2206122SC এবং
Xiaomi 12s এর মডেল নম্বর হল 2206123SC, যা আশা করা হচ্ছে Snapdragon 8 Gen 1 Plus TSMC ভার্সন এর সাথে launched Hobe।