Realme GT 2 Master Explorerer Edition Chaina তে লঞ্চ হয়ে গিয়েছে। এই ফোনের ডিজাইন একদম অন্য রকমের আর বিশেষ করে গোল্ড কালার দেখতেই খুব সুন্দর লাগছে। যাইহোক এই ফোনের তিনটি কালার খুবই প্রিমিয়াম দেখাচ্ছে এবং পিছনের ব্যাক প্যানেলে dark brown কালারের কম্বিনেশন এই ফোনকে অন্যান্য স্মার্টফোনের থেকে আলাদা করে তুলেছে। এই স্মার্টফোনে punch hole cutout সহ সেলফি শুটার, ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং তিনটি ক্যামেরার সাথে এসেছে। এটাই কোম্পানির প্রথম ফোন যেটাতে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট আছে। এছাড়াও এই ফোনে 50MP ট্রিপল ক্যামেরার সাপোর্ট ও Android 12 system সাপোর্ট আছে।
Realme GT 2 Master Explorerer Edition Price: Realme GT 2 Master Explorerer Edition এর 8GB + 128GB price হচ্ছে 41,500 টাকা, 8GB + 256GB মডেলের দাম প্রায় 45,000 টাকা, এবং 12GB + 256GB ভার্সনের দাম 47,300 টাকা।
Design and Colour: Realme GT 2 Master Explorerer Edition ফোনটি Black, White এবং Gold color এর সাথে লঞ্চ হয়েছে। Display: এই ফোনে 6.7 ইঞ্চির FHD+ AMOLED Display আছে সাথে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট। 1000Hz touch sampling rate, 100 % P3 , HDR10+ etc. Processor: এই ফোনে দেওয়া হয়েছে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট সাথে Adreno GPU।
RAM and ROM: Realme GT 2 Master Explorerer Edition স্মার্টফোনটিতে পৃথিবীর প্রথম LPDDR5X RAM সাপোর্ট আছে ও সাথে UFS 3.1 স্টোরেজ সাপোর্ট। 12GB LPDDR5X RAM ও UFS 3.1 256GB স্টোরেজের সাথে এসেছে। BATTERY: Realme GT 2 Master Explorerer Edition ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। CAMERA: এই ফোনটিতে 50 MP Sony IMX766 Camera সেন্সর ও 50MP ultra-wide ক্যামেরা এবং 2MP এর একটি extra camera ব্যাবহার করা হয়েছে। আর সামনে 16 MP সেলফি ক্যামেরা আছে।
OTHERS: এছাড়াও এই ফোনে 5G, 4G, LTE, Blutooth, GPS, NFC এবং USB Type C চার্জিং ও data transfer কোড। এই ডিভাইসে রয়েছে in display fingerprint sensor সিকিউরিটির জন্য, Dolby Atmos এবং Hi-Res অডিও সাপোর্ট এবং 8.17mm thickness এবং 195 গ্রাম ওয়েট।