Red Magic 7 Under screen camera version features…

এই দুই বছর ধরে flagship chip গুলি বেশি শক্তিশালী হওয়ায় এই চিপ গুলিতে heating ও অন্যান্য issue দেখা যাচ্ছিল।

Heating এর কারণে flagship smartphone গুলির ক্ষেত্রে heat control করতে না পারায় অনেক সমস্যা দেখা গিয়েছে, তাই বাজারে gaming এর demand বারাই অধিক সংখ্যক customer gaming phone এর দিকে বেশি দেখাচ্ছে।

Gaming phone গুলিতে গেমিং এর নানা সুবিধা থাকায় বেশিমাত্রায় লোকজন এই সমস্ত ফোনের দিখে ঝুঁকে পড়ছে।

Gaming phone সুবিধা যেমন আছে তেমন কিছু অসুবিধা ছিল তবে এখন সেটা solve kora হয়েছে।

উপরের এই video তে আপনারা দেখতে পাবেন Red Magic 7 ফোনে processor এর সাথে combination রেখে design, rear vertical triple camera-lens, Iron Man এর মত ফ্ল্যাশ rector,

যেটা দেখতে অনেকটা sci-fi mechanical এর মত এছাড়াও flash এর পাশে RGB fan এই সমস্ত combination এর সাথে Red Magic 7 ফোনকে Gaming Phone পরিণত করেছে।

FJykaEWacAIQyQ7

RedMagic 7 এর চারিপাশে খুব অল্প পরিমাণে narrow bezel দেওয়া হয়েছে, সামনে full screen design এর সাথে কোনো notch কিংবা punch hole camera দেওয়া হয়নি। সাথে দেওয়া হয়েছে সবচেয়ে গুরত্বপূর্ন under display camera সিস্টেম।

একই সময়ে Digital Chat Station confirm জানিয়েছেন Red Magic 7 under display camera version RedMagic এর standard ও Pro ভার্সনের সাথে released হবে।

এবং এই device টি হতে চলেছে পৃথিবীর প্রথম Under Display Camera সম্পূর্ণ Gaming Smartphone, সাথে true full-screen effect থাকবে।

Specifications হিসাবে থাকবে Snapdragon 8 Gen 1 chip ও সাথে থাকবে 18 GB SUPER RAM, যেটি এখনও পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট performance ফোন, সাথে থাকবে 2000 rpm সম্পূর্ণ cooling fan, যেটি এই গেমিং beast টিকে performance এর চূড়ায় পৌঁছাবে।

RedMagic 7 charger


Display থাকবে 165 Hz ultra-high refresh rate OLED screen, এবং সবচেয়ে দ্রুতগতির সম্পূর্ণ 165W super fast charging থাকবে।

Source

মন্তব্য করুন