6GB Ram ও 128GB স্টোরেজের সাথে লঞ্চ হল Redmi 10A Sport ₹10,999 টাকায়

আজ 31 জুলাই ভারতের স্মার্টফোন বাজারে দুর্দান্ত ফিচারের সাথে অত্যন্ত কম দামে লঞ্চ হল Redmi 10A Sport স্মার্টফোনটি। এর আগেও Redmi 10, Redmi 10A, Redmi 10S স্মার্টফোনগুলি ভারতে অনেকটা নিজেদের জায়গা দখল করেছিল। ওই সমস্ত ফোনগুলোর দিকে তাকিয়ে রেদমি এবার তাদের নতুন স্মার্টফোন Redmi 10A Sport ভারতে কম দামের মধ্যে লঞ্চ হলো। চলুন জেনে নিই এই ফোনের সমস্ত ফিচারগুলো।

এই ফোনটির অন্যান্য ফিচার আলোচনা করার আগে আমরা এই Redmi 10A Sport স্মার্টফোনের দাম সমন্ধে জানবো। এই ফোনটির দাম রাখা হয়েছে ₹10,999 টাকা।

Display ও Processor: এই Redmi 10A Sport স্মার্টফোনে 6.53 ইঞ্চির একটি HD+ IPS LCD ডিসপ্লে প্যানেল আছে, যেটির সর্বোচ্চ রিফ্রেশ রেট 60Hz পর্যন্ত বৈধ। প্রসেসর হিসাবে এই স্মার্টফোনে আছে MediaTek Helio G25 প্রসেসর।

ক্যামেরা ও ব্যাটারি: Redmi 10A Sport স্মার্টফোনে 13MP এর একটি রিয়ার ক্যামেরা সেন্সর আছে এবং সেলফি তোলার জন্য 5MP এর একটি সেলফি কিংবা ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। তবে সবথেকে ভালো ব্যাপার হলো এই স্মার্টফোনে 10W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

RAM এবং Storage: এই ফোনে 6GB LPDDR4X RAM সাপোর্ট আছে সাথে 5GB ভার্চুয়াল RAM এর সাপোর্টও আছে। এছাড়াও 128 GB eMMC 5.1 স্টোরেজ সাপোর্ট।

অন্যান্য ফিচার: এছাড়াও এই Redmi 10A Sports স্মার্টফোনে Android 10 অপারেটিং সিস্টেম, MIUI 12 সফটওয়্যার সাপোর্ট, পাশে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, 3.5mm হেডফোনের জন্য জ্যাক, সিঙ্গেল স্পিকার সিস্টেম, 9mm thickness এবং এই ফোনটির ওজন প্রায় 194 গ্রাম।

মন্তব্য করুন