Redmi Note 11E 5G ফোনের রিব্রান্ড হয়ে ভারতে আসছে Redmi 11 Prime 5G

Highlights

  • চায়নার Redmi Note 11E 5G স্মার্টফোন ও ভারতের Redmi 11 Prime 5G ফোনের মধ্যে কোনো তফাত থাকবে না
  • ভারতে খুব দ্রুত লঞ্চ হতে চলেছে
  • Redmi 11 Prime 5G ফোনের codename হল ‘Light’

Redmi তাদের একটি কম দামের মধ্যে একটি ফোন ভারতে লঞ্চ করার জন্য প্লান করছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই ফোনটি হতে চলেছে Redmi 11 Prime 5G ফোন। আরও খবর শোনা যাচ্ছে Redmi 11 Prime 5G ফোনটি চায়নায় লঞ্চ হওয়া Redmi Note 11E 5G ফোনের নকল বা রিব্রান্ড হতে চলেছে। ভারতে কিছুদিন আগেই এই চাইনিজ ফোনটির দাম ও স্পেসিফিকেশন কিছুটা বদল ঘটিয়ে ভারতে Poco M4 5G লঞ্চ হয়েছিল।

এরকম কণ্ড এর আগে অনেক ঘটেছে শাওমীর সাথে। ওই একই নিয়মে Redmi Note 11E 5G ফোনের rebrand হিসাবে ইন্দোনেশিয়াতে Redmi 10 5G ফোন লঞ্চ করেছে। এখন XiaomiUI থেকে জানা যাচ্ছে Redmi 11 Prime 5G ফোনের codename হতে চলেছে ‘Light’ এবং মডেল নম্বর হল 22047819I ভারতের জন্য।

Read More: ১২০০০ টাকায় সেরা 4টি ক্যামেরা ফোন | best camera phone under 12,000

Specification and Feature: Redmi 11 Prime 5G স্মার্টফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানা না গেলেও রেডমীর এই 5G ফোনটি খুব দ্রুত ভারতে লঞ্চ করবে বলে প্লান করছে কোম্পানি। এই ফোনের ফিচার চাইনিজ Redmi Note 11E 5G ফোনের মত একই থাকবে এবং Redmi 11 Prime 5G ফোনের লঞ্চ ডেট সম্ভবত এই মাসের শেষের দিকে ঘোষণা করবে বলে প্লান করছে কোম্পানি।

Read More: 120Hz রিফ্রেশ রেট ও 50MP GN5 ক্যামেরা সেন্সর নিয়ে বাজারে আসল iQOO 9T 5G

ভারতে লঞ্চ হতে চলা Redmi 11 Prime 5G স্মার্টফোনে থাকবে 6.58 ইঞ্চির একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে এবং সাথে থাকবে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট। 4GB RAM ও 64GB স্টোরেজের সাথে এই স্মার্টফোনটির ভিতরে মিডিয়াটেক Dimensity 700 চিপসেট থাকবে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। এছাড়াও পিছনে দুটি রিয়ার ক্যামেরা থাকবে। একটি 50MP এর প্রাইমারি ক্যামেরা, আরেকটি 2MP এর ক্যামেরা এবং সেলফির জন্য 5MP ক্যামেরা সেন্সর।

Read More: 6GB Ram ও 128GB স্টোরেজের সাথে লঞ্চ হল Redmi 10A Sport ₹10,999 টাকায়

অন্যান্য ফিচার গুলির মধ্যে থাকছে MIUI 13, অ্যান্ড্রয়েড 12, পাশে fingerprint, ফেস আনলক, ওয়াটার ড্রপ notch, 18W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি, প্লাস্টিক ফ্রেম ইত্যাদি ফিচার। Redmi 11 Prime 5G ফোনটি ভারতে প্রায় 12,000 টাকার মধ্যে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। তবে expected price কিছুটা আলাদা।

Read More: 10000 টাকার মধ্যে সেরা ফোন | Best gaming phone under 10,000

Expected রিলিজ ডেট এবং দাম: Redmi 11 Prime 5G ফোনটির expected রিলিজ ডেট 12 অক্টোবর 2022 এবং Expected দাম ₹14,499 টাকা। Ram হিসাবে থাকবে 4GB এবং 64GB স্টোরেজ।

SOURCE:

মন্তব্য করুন