Redmi Buds 3 Lite নামে এক বাজেট ওয়্যারলেস earbuds আগামী 20 জুলাই লঞ্চ হতে চলেছে। এই 20 July Redmi Buds 3 Lite এর সাথে Redmi K50i ফোনটিও লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এই বাজেট earbuds এ থাকবে খুবই সুন্দর নজরকাড়া cat ear ডিজাইন। কোম্পানি জানিয়ে দিয়েছে যে এই ডিজাইনটি ইউজারকে যতেষ্ট comfortable ফিল দেবে গান সোনা কিংবা ফোন করার সময়।
Read More: Nokia 5710 ফোনের ভিতরেই থাকবে earbuds
এই Redmi Earbuds 3 Lite ওয়্যারলেস earbuds এ নতুন 5.2 Bluetooth ভার্সনের সাপোর্ট থাকবে। আর গেমারদের জন্য খুব ভালো খবর এই Redmi Buds 3 Lite এ থাকবে low latency mode যার সাহায্যে enemy footsteps খুব ভালোভাবে বোঝা যাবে। এছাড়া এই earbuds এ থাকবে IP54 রেটিং পানি ও ধুলো বালির হাত থেকে বাঁচার জন্য।
এই earbuds টি মাত্র 10 মিনিট চার্জ দিলে 100 মিনিট ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এই ওয়্যারলেস buds এ ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকবে। এই Redmi Buds 3 Lite ওয়্যারলেস Earbuds 18 ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলে জানিয়েছে কোম্পানি। আর এই earbuds এর দাম Redmi Buds 3 Pro এর অর্ধেক রাখবে বলে লিকের মাধ্যমে জানা গিয়েছে। Redmi Buds 3 Pro এর দাম ছিল 2999 টাকা।