Redmi Buds 4 ও 4 Pro Amazon UK সাইটে দেখা গিয়েছে । জেনে নিন এর Price and Specs সমন্ধে

শাওমি কয়েক মাস আগেই তাদের নতুন Redmi Buds 4 ও 4 Pro নামে দুটি TWS চায়নাতে লঞ্চ করেছিল। এটি 10mm ড্রাইভারের সাথে লঞ্চ হয়েছিল। এখন United Kingdom এর অফিসিয়াল Amazon ওয়েবসাইটে এই প্রোডাক্টটির লিস্টিং হতে দেখে বোঝা যাচ্ছে যে এই প্রোডাক্ট খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় লঞ্চ হবে। Amazon UK সাইটে লিস্ট হওয়ার সাথে সাথে রেডমির এই দুটি TWS এর প্রাইস আমাদের সামনে চলে এসেছে। Redmi Vanilla Buds 4 এর প্রাইস হচ্ছে 49 এবং Buds 4 Pro TWS এর দাম 89 রাখা হয়েছে । এই earbuds দুটির কালারের কথা বললে বলতে হয় Vanilla মডেলটি আসবে White ও Light Blue কালারের সাথে এবং Pro মডেলটি আসবে White ও Black কালার অপশনের সাথে। এবার চলুন জেনে নিই এই নতুন TWS কি কি থাকতে পারে।

Redmi Buds 4 in ear ডিজাইনের সাথে আসবে এবং Pro মডেলটি stem ডিজাইনের সাথে দেখা গিয়েছে। দুটি earbuds তে 10mm dynamic driver দেওয়া হয়েছে। এবং AI Intelligence adjustment দেওয়া আছে। Vanilla মডেলটি 35dB noise cancellation এর সাথে এবং Pro মডেলটি 43dB noise cancellation রেটের সাথে আসবে। আর Pro মডেলটিতে কিছু নতুন নতুন ফিচার থাকবে যেমন HiFi sound quality এবং virtual stereo sound কোয়ালিটির সাপোর্ট।

এছাড়াও দুটো earbuds এ dual transparency mode, 59ms low latency mode দেওয়া হয়েছে ভালো গেমিং করার জন্য এবং ফাষ্ট Bluetooth v5.2 দেওয়া আছে। Redmi Buds 4 এ total 30 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে এবং pro মডেলটি এর থেকেও বেশি প্রায় 36 ঘণ্টা টোটাল ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে। দুটি earbuds এ touch controls আছে।

Source:

মন্তব্য করুন