এই ফোনটির হাইপ আগে থেকেই অনেক তাই এই ফোনে কি কি থাকছে তা আমরা খুব ভালোভাবে দেখবো। এই Note 11T সিরিজের ফোনগুলো 24 May 2022 চিনে launched হতে চলেছে।
এই সিরিজের ফোনগুলো এত পপুলার না হলেও 22041216C এবং 22041216UC Chaina TENNA certification সাইট এ নাম চলে এসেছে।
জনপ্রিয় চিনা কোম্পানি Redmi জানিয়েছে যে Redmi Note 11T সিরিজের ফোনগুলো তাদের ডোমেস্টিক মার্কেটে 24 May 7PM local টাইমে launched হবে।
এই সিরিজের ফোনগুলো তাদের নিজস্ব ওয়েবসাইটে pre-order করার সুযোগ দেবে বলে জানা যাচ্ছে।
এই ব্র্যান্ড এই ফোনের একটি teaser poster share করেছে যা দেখে পিছনের ক্যামেরা মডিউল সম্পর্কে খুব ভালো একটি আইডিয়া এসে গিয়েছে।
মনে হচ্ছে Pro ও non pro মডেলদুটি একই ডিজাইনে blue and silver colour launched হবে। এই ডিভাইসে থাকবে তিনটি ক্যামেরা যুক্ত rear ক্যামেরা।
Redmi Note 11T Pro Specifications:
এই সিরিজের ফোনগুলো সম্পর্কে বেশি কিছু না জানলেও বলেতে পারি এই দুটি ফোনের model number 22041216C ও 22041216UC TENNA CERTIFICATION সাইটে দেখা গিয়েছে, এমনকি একই smartphone 3C certification সাইটেও দেখা গিয়েছে।
Display

এই ফোনের ডিসপ্লে থাকবে একটি 6.6inch IPS LCD প্যানেল FHD+ resolution সহ 144Hz রিফ্রেস রেট।
Processor

এই স্মার্টফোনের সিরিজে থাকবে Dimensity 8100 প্রসেসর যা midranger ফোনের জন্য এক অন্যতম সেরা প্রসেসর। এছাড়াও থাকবে 12GB DDR 5 RAM ও 128GB স্টোরেজ।
CAMERA ও Battery
Redmi Note 11T Pro ফোনে 5080mAh এর একটি 67watt ফাস্ট চার্জিং সহ ব্যাটারি। ক্যামেরা থাকবে 64MP এর একটি মেন ক্যামেরা।
অন্যান্য
আরো থাকছে ডুয়াল speaker, dolby atmos, dolby vision, side mounted fingerprint sensor, MIUI 13, ও আসছে নতুন Android 12 system এর সাথে।