Redmi Note 12 Pro Plus 5G: রেডমী কোম্পানি ভারতের বাজারে তাদের সবথেকে বেশি বিকৃত Note সিরিজের স্মার্টফোন Redmi Note 12 Pro+ স্মার্টফোন লঞ্চ করলো। Redmi Note 12 Pro+ স্মার্টফোনে থাকছে 200MP ক্যামেরা সেন্সর, OLED ডিসপ্লের সাথে আরো অনেক ফিচার। এবার রেডমি নোট সিরিজের ফোনগুলিকে বেশি দামে বিক্রি করার প্ল্যান করছে, যেখানে আগের নোট সিরিজের ফোনগুলো ছিল অনেক সস্তা। Redmi Note 12 Pro Plus 5G স্মার্টফোনের দাম ₹29,999 টাকা থেকে শুরু। তবে এখন প্রশ্ন ওঠে যে রেডমির নতুন Redmi Note 12 Pro Plus স্মার্টফোনটির দাম কত এবং দাম অনুযায়ী ফিচার কেমন দিচ্ছে কোম্পানি। তবে চলো জেনে নিই এই স্মার্টফোনে কি কি ফিচার দিচ্ছে।
Redmi Note 12 Pro Plus Specifications (রেডমি নোট ১২ প্রো+ স্মার্টফোনের সমস্ত ফিচার):
রেদমি তাদের নোট ১২ সিরিজের সবথেকে দামী ফোন Redmi Note 12 Pro Plus 5G স্মার্টফোন লঞ্চ করেছে দুর্দান্ত ফিচারের সাথে। এই স্মার্টফোনে আছে 120Hz রিফ্রেস রেট সম্পূর্ণ 10bit প্রো OLED ডিসপ্লে, যা 240Hz touch স্যাম্পলিং রেট সাপোর্ট করে। আর এই ফোনে আছে সুন্দর ডিজাইনের সাথে সুন্দর সুন্দর কালার অপশন। আর সাথে আছে 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই ৬, MIUI 13 এবং আরো অনেক ফিচার।
Redmi Note 12 Pro Plus 5G স্মার্টফোনে আছে MediaTek Dimensity 1080 পাওয়ারফুল প্রসেসর, সাথে আছে 8GB, 12GB LPDDR4X RAM অপশন এবং 128জিবি ও 256জিবি UFS2.2 স্টোরেজ অপশন। এছাড়াও দ্রুত চার্জ করার জন্য রিডমির নতুন ফোনে আছে 120W ফাস্ট চার্জিং সহ 4980mAh ব্যাটারি, যা মাত্র 19 মিনিটে ফোনকে ফুল চার্জ করতে সক্ষম হবে।
Redmi Note 12 Pro Plus 5G ক্যামেরা হবে এবার অন্য পর্যায়ের। এই স্মার্টফোনে আছে দুর্দান্ত অপটিক্যাল ইমেজ স্টাবিলিজেশন (OIS) এর সাথে 200MP হাই রেস ক্যামেরা সেন্সর। বেশি মেগা পিক্সেল থাকার কারণে ফটো জুম ক্যাপাবিলিটি ও লো নাইট ফটোগ্রাফি হবে দারুন। আর এটি HPX সেন্সর হওয়ার কারণে ফটো হবে পরিষ্কার ও সাথে ডিটেইলস পাওয়া যাবে অসাধারণ।
এছাড়াও Redmi Note 12 Pro Plus 5G ফোনের অন্যান্য ফিচারের মধ্যে আছে Dolby Atmos, Corning Gorilla Glass 5 প্রটেকশন, HDR10+, DCI P3 100% কালার ডিসপ্লে, 10 টি 5G band সাপোর্ট, vapour cooling সিস্টেম এবং আরো অনেক কিছু।