Reliance 45th AGM 2022 ইভেন্টে জিও ভারতে মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে আগামী ২৯ আগস্ট। Reliance 45th AGM 2022 ইভেন্ট আগামী কাল ২৯ আগস্ট ঠিক দুপুর ২pm সময় অনুষ্ঠিত হবে। আর এই ইভেন্টে জিও কোম্পানি তাদের Jio 5G, Jiobook Laptop, Green Energy, Gio Tag, IPO, Giga factory, এবং Jio Phone 5G লঞ্চ করতে যাচ্ছে। এমনটাই খবর জানা গেলো ভেরিফাই টুইটার ব্যাবহারকারীর কাছ থেকে।
Reliance 45th AGM 2022 tomorrow at 2 PM IST.
Expected announcements
1. Jio Book laptop
2. Jio 5G
3. Green energy
4. IPO
5. Giga factory
6. Jio Tag
7. Jio Phone 5G#5G #Jio #telecoms
— Abhishek Yadav (@yabhishekhd) August 28, 2022
Jio Book Laptop: Karnataka State Open University একটি রিপোর্ট থেকে জানা গেলো যে Jiobook Laptop দাম ₹৩০,০০০ টাকা থেকে ৩৫ হাজার টাকার মধ্যে হতে পারে। Jiobook ল্যাপটপের ডিজাইন আমরা মার্চ মাসেই দেখেছিলাম যেখানে ডিসপ্লে স্ক্রীনের চারিদিকে বাজেল এবং আলাদা ভাবে কীবোর্ডে কোনো নম্বর pad ছিল না। কিন্তু এখন জানা যাচ্ছে ল্যাপটপটি ডিজাইনের কিছুটা পরিবর্তন হবে। কারণ আগের ফাঁস হয়ে যাওয়া ল্যাপটপটি ছিল প্রি প্রোডাকশন ইউনিট। গীকবেন্স থেকে জানা যাচ্ছে জিও বুক ল্যাপটপে MediaTek MT8788 প্রসেসর এবং ২GB Ram থাকবে। কিন্তু বিভিন্ন ফাঁসকারীদের মতে এই ল্যাপটপে থাকবে Snapdragon 665 soc প্রসেসর।
Jio 5G ও Jio Phone 5G: Financial Express থেকে জানতে পেরেছি যে, জিও 5G আগের জেনারেশনের জিও 4G থেকে প্রায় 10 গুন বেশি দ্রুত হবে। জিও ভারতে 1000টি শহরে 5G সার্ভিস শুরু করবে বলে প্লান করছে, কিন্তু শুধুমাত্র 13 টি শহরেই সর্বপ্রথম Jio 5G পরিষেবা চালু হবে বলে জানা যাচ্ছে। Jio Phone প্রথম 2017 সালে লঞ্চ হয়েছিল কিন্তু এবার Jio ফোনের 5G ভ্যারিয়েন্ট আগামীকাল লঞ্চ হবে বলে জানা গিয়েছে। আসা করা হচ্ছে 6.5 ইঞ্চির ডিসপ্লে, 4GB RAM, 5G, 13+2 MP দুটি পিছনের ক্যামেরা এবং 8MP সামনে ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড 11, এবং 32GB স্টোরেজের সাথে আরো অনেক ফিচার।
আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।