RELIANCE AGM: মুকেশ আম্বানি Jio 5G করতে ২ লাখ কোটি টাকা ইনভেস্ট করছে 5G নেটওয়ার্ক জন্য

Today reliance মালিক Mukesh Ambani তাদের Relience AGM ৪৫th 2022 জিও ভবিষৎ নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছে, আর সেই সমস্ত তথ্য আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। মুকেশ আম্বানি ঘোষণা করেছে তারা প্রায় 2 লাখ কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে Jio 5G পুরো ভারতে গড়ে তোলার জন্য। তিনি আরো বলেন 5G সর্বপ্রথম ভারতের প্রধান প্রধান শহর গুলিতে আসতে চলেছে। যেমন চেন্নাই, কলকাতা, দিল্লি এবং মুম্বাই শহরে দিওয়ালির সময় আসতে চলেছে 5G পরিষেবা। শেষে বলেন কোম্পানি 2023 সালের মধ্যে সমস্ত শহরে 5g পরিষেবা চালু করার পরিকল্পনা করছে।

জিও ভারতের সবথেকে বড়ো টেলিকম সনোস্থা Jio 4G উপর থেকে নজর সরিয়ে তারা এবার সবথেকে বড়ো পরিকল্পনা Jio 5G পরিষেবা আমাদের সামনে তুলে ধরলো। এছাড়াও কিভাবে ভবিষ্যতে Relience কোম্পানির কর্ণধার সামলাবে মুকেশ আম্বানির দুই ছেলে আকাশ ও Anant এবং মেয়ে Isha, এমনটাই জানিয়েছে আজ মুকেশ আম্বানি। তিনি আরো বলেন, কোম্পানির টেলিকম business সামলাতে চলেছে বড়ো ছেলে আকাশ এবং মেয়ে ইশা, যেখানে ছোট ছেলে Anant enery business দেখা সোনা করবে।

“Our next-gen leaders are confidently taking over the reins across businesses. Akash and Isha have assumed leadership roles in Jio and Retail respectively. Anant has also joined our New Energy business with great zeal,” said Mukesh Ambani.

SOURCE:

মন্তব্য করুন