এবার স্যামসাং তাদের A সিরিজের নতুন এক স্মার্টফোন গ্লোবাল মার্কেটের জন্য ঘোষণা করল। তাদের এই নতুন স্মার্টফোনে নতুন নতুন কিছু ফিচার দেখা যাবে। যেমন 50MP ক্যামেরা থাকবে অপটিক্যাল ইমেজ স্টাবিলিজেশন এর সাথে Qualcomm Snapdragon 695 এর মত শক্তিশালী বাজেট চিপসেট। এছাড়াও অনেকগুলি color ভ্যারিয়েন্ট, 8GB পর্যন্ত RAM সাপোর্ট 256GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট আছে। ডিসপ্লে ও বডি: স্যামসাং গ্যালাক্সি A23 স্মার্টফোনে 6.6 ইঞ্চির FHD+ একটি IPS LCD infinity v কাট আউটের সাথে ডিসপ্লে দেওয়া থাকবে। সাথে পাশে ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট থাকবে। এই ফোনটির তিকনেস 8.4mm এবং ওজন 197 গ্রাম।
প্রসেসর ও RAM এবং স্টোরেজ: স্যামসাং গ্যালাক্সি A23 স্মার্টফোনে Qualcomm এর থেকে Qualcomm Snapdragon 695 এর মত একটি বাজেট চিপসেট থাকবে এবং 4GB/6GB/8GB এর RAM সাপোর্ট এবং 64GB ও 128GB এর মত স্টোরেজ সাপোর্টও থাকবে। ক্যামেরা ফিচার: স্যামসাং গ্যালাক্সি A23 স্মার্টফোনে দুর্দান্ত সব ক্যামেরা ফিচার থাকবে বলে জানা যাচ্ছে। 50+5+2+2MP এর চারটি পিছনের ক্যামেরা সেন্সর থাকবে। প্রথমটি 50MP এর প্রাইমারি ক্যামেরা OIS এর সাথে এবং বাকি 5MP এর আল্ট্রা ওয়াইড এবং 2MP ও 2MP এর আরো দুটি Macro ও ডেপথ ক্যামেরা সেন্সর দেওয়া থাকবে বলে জানা গিয়েছে। আর সেলফি তোলার জন্য 8MP এর সেলফি ক্যামেরা ব্যাবহার হয়েছে।
ব্যাটারি ও সিস্টেম: স্যামসাং গ্যালাক্সি A23 স্মার্টফোনটিতে থাকবে 25W ফাস্ট চার্জিং সহ 5000mAh এর এক বিশাল ব্যাটারি। এছাড়াও এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 12 এবং OneUi 4.1 ভিতরেই থাকবে।
অন্যান্য ফিচার: এছাড়াও এই ডিভাইসে Wifi 5, Blutooth 5.1, 3.5mm হেডফোন জ্যাক, স্টেরিও স্পিকার, পাশে fingerprint সেন্সর, অরেঞ্জ, হালকা নীল, সাদা ও কালো সব রঙের সাথে এই আসতে চলেছে।