সম্প্রীতি বড়ো বড় লিকার দের থেকে জানা গিয়েছে যে সামসাং কোম্পানি তাদের A সিরিজ ও M সিরিজের স্মার্টফোনে আনতে পারে নতুন প্রসেসর। Samsung Exynos 1380 প্রসেসর হল স্যামসাংয়ের তরফ থেকে আসা নতুন তাদের নিজস্ব চিপসেট। ইতিমধ্যে এই প্রসেসর সম্পর্কে অনেক তথ্য নেট দুনিয়ায় প্রকাশ্যে চলে এসেছে। এছাড়াও বার হয়ে এসেছে কোনো স্মার্টফোনে থাকতে চলেছে এই প্রসেসর। স্যামসাং এক্সাইনোস ১৩৮০ চিপসেট আসবে আগামীতে লঞ্চ হওয়া সামসাং গ্যালাক্সি এ৫৪ ও স্যামসাং গ্যালাক্সি এম৫৪ স্মার্টফোনে। চলুন জেনে নিন স্যামসাংয়ের নতুন চিপসেটের ক্ষমতা।
Samsung Exynos 1380 (5nm) প্রসেসরের ফিচার
স্যামসাং তাদের নতুন মিড রেঞ্জ প্রসেসর স্যামসাং এক্সাইনোস ১৩৮০ ঘোষণা করলো। এই প্রসেসরে আছে ২.৪ গিগা হার্টস স্পীড এর ৪টি কর্টেক্স এ ৭৮ (4x Cortex A78) এবং ২ গীগা হার্টস স্পীড সহ ৪টি কর্টেক্স এ৫৫ (4x Cortex A55) কোর। এছাড়াও গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) হিসাবে থাকছে ৯৫০ মেগা হার্টস স্পীড সহ ৫টি কোরের Mali G68 জিপিউ।
Exynos 1380 announced.
CPU:
• 5nm
• 4× Cortex A78 at 2.4GHz
• 4× Cortex A55 at 2.0GHz
• GPU: Mali G68,5 Core at 950MHz
• Up to LPDDR5 RAM, UFS 3.1
• Display: up to FHD+ 144Hz
• 📸: up to 200MP
• 🎥: up to 4K at 30fps
Samsung Galaxy A54, M54 will be powered by Exynos 1380 pic.twitter.com/EtCeIiHSXX
— Debayan Roy (Gadgetsdata) (@Gadgetsdata) February 19, 2023
আর স্যামসাং এক্সাইনোস ১৩৮০ চিপসেট সর্বোচ্চ এলপিদিদিয়ার ৫ (LPDDR5) এবং ইউএফএস ৩.১ (UFS 3.1) স্টোরেজ টাইপ সাপোর্ট করবে। এছাড়াও ফুল এইচডি রেজোলিউশন ১৪৪ হার্টস রিফ্রেস সহ সহ ডিসপ্লে সাপোর্ট, সর্বোচ্চ ২০০এমপি ক্যামেরা সাপোর্ট এবং সর্বোচ্চ 4k রেজোলিউশন সহ ৩০ এফপিএস ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।
প্রতিদিন নতুন নতুন Bangla Tech News পেতে আমাদের Google News পেজ সাবস্ক্রাইব করুন এবং Twitter Page ও Facebook Page লাইক করুন। এখানে আমরা প্রতিদিন, নতুন মোবাইল নিউজ, টেক নিউজ, লটারি নিউজ এবং ট্রেন্ডিং নিউজ দিয়ে থাকি।