Samsung নতুন বছর ২০২৩ এ ছোট থেকে বড় অনেক রকমের স্মার্টফোন লঞ্চ করার প্লানিং করছে যেগুলির মধ্যে ফ্লাগশিপ Samsung Galaxy S23 সিরিজ অন্যতম এছাড়াও বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে samsung গ্যালাক্সি a54 খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। লঞ্চ হওয়ার আগেই Samsung Galaxy a54 স্মার্টফোনের অনেক কালার এবং বিভিন্ন স্পেসিফিকেশন লিক হয়ে বেরিয়ে এসেছে। Samsung এবার তাদের নতুন এই মডেলে নতুন নতুন কালার ব্যবহার করবে যেগুলি দেখামাত্রই ইউজার ফোনটি কেনার আগ্রহ জাগাবে। চলুন জেনে নেই এই স্মার্টফোন কোন কোন কালার এবং কবে লঞ্চ হতে চলেছে?
বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে গ্যালাক্সি A54 স্মার্টফোনে থাকবে বিভিন্ন রকমের কালার অপশন। নিচের ছবিগুলি দেখলেই বুঝতে পারবেন স্যামসাং এবার নতুন neon, ওয়াটারি, হোয়াইট, ব্লাক বিভিন্ন কালারের স্মার্টফোন লঞ্চ করার প্ল্যান করছে। এই কালার অপশন গুলি অ্যান্ড্রয়েড হেড লাইন ওয়েবসাইটে কিছুদিন আগে লিক হয়েছিল। পার্পল এবং ওয়াটারি নিয়ন এই দুটি কালার অপশন কেস ছাড়া ব্যবহার করলে অনেক সৌন্দর্য দেখাবে বলে অনেকের ধারণা। বিভিন্ন বড় বড় সাইটে এই সমস্ত কালারের লিকগুলি পাওয়া গেছে। তবে চলুন একটু জেনে নেই এই ফোনে সম্ভব স্পেসিফিকেশন কেমন হতে পারে।
Samsung তাদের নতুন midrange গ্যালাক্সি A54 স্মার্টফোনে ব্যবহার করবে তাদের নতুন চিপ স্যামসাং Exynos 1380, সাথে থাকবে 6/8 জিবি রেম এবং 128/256 জিবি স্টোরেজ অপশন, এছাড়াও থাকছে ৫০+১২+৫ মেগাপিক্সেলের ক্যামেরা অপশন এবং ফন্ট ক্যামেরা হিসেবে থাকতে 32 মেগাপি। নতুন OneUI 5.1 ও এবং এন্ড্রয়েড 13 থাকছে এছাড়াও ২৫ ওয়াট ফার্স্ট চার্জিং সহ 5000 এমএইচ ব্যাটারি দেয়া হবে বলে জানা যাচ্ছে। তবে দাম কত হবে এখনো পর্যন্ত জানা যায়নি।