স্যামসাং নতুন বছর 2023 অনেক ভালো ফোন লঞ্চ করার প্ল্যান করছে। সেই সমস্ত ফোনগুলোর মধ্যে একটি বাজেট ফোন হল Samsung Galaxy F04 ফোন। এই স্মার্টফোনটি বর্তমানে স্যামসাং ফ্লিপকার্ট অফিসিয়াল সাইট টিজ করে দিয়েছে। সেখানে এই ফোনের লঞ্চ তারিখ, ডিজাইন, প্রসেসর, ক্যামেরা, দাম, ব্যাটারি সমস্ত কিছু এখনই দিয়ে দিয়েছে। Samsung Galaxy F04 স্মার্টফোনটি আগামী 12 জানুয়ারি ঠিক দুপুর 12 টার সময় লঞ্চ হবে। তবে সবথেকে অবাক করা বিষয় হল স্যামসাং এর এই নতুন স্মার্টফোনটিতে থাকবে 8GB পর্যন্ত ফাস্ট RAM সাপোর্ট, আর এই স্মার্টফোনটির দাম শুনলে আপনি হয়তো থমকে যাবেন। চলুন জেনে নিই Galaxy F04 স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন।
Samsung Galaxy F04 Price (স্যামসাং গ্যালাক্সি f04 স্মার্টফোনের দাম):
ফ্লিপকার্ট অফিসিয়াল সাইটে Samsung Galaxy F04 স্মার্টফোনের দাম দেয়া আছে ₹7,499 টাকা। তবে সবথেকে অবিশ্বাস্য ব্যাপার হল এত কম দামে সামসাং এর মত কোম্পানি দিচ্ছে 8GB RAM সাপোর্ট। নিচে এই স্মার্টফোনটির সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
Samsung Galaxy F04 Specifications (স্যামসাং গ্যালাক্সি f04 স্মার্টফোনের স্পেসিফিকেশন):
Samsung Galaxy F04 স্মার্টফোনটিতে থাকছে HD+ ডিসপ্লের সাথে স্টাইলিশ গ্লাস ডিজাইন এবং সাথে থাকছে 8GB পর্যন্ত ফাস্ট RAM এবং পারফরম্যান্স এর জন্য থাকছে MediaTek P35 প্রসেসর যা দিয়ে মাল্টি টাস্কিং হবে অনেক স্মুথ। এছাড়াও মোবাইলকে পাওয়ার প্রদান করার জন্য থাকছে 5000mAh ব্যাটারি। সাথে থাকছে Android 12 যা ইউজার পরপর দুইবার আপগ্রেড করতে পারবে। তাছাড়া Samsung Galaxy F04 স্মার্টফোনটিতে থাকছে Jade Purple ও Opal Green দুটি কালার অপশন।