8GB RAM ও 6000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে যাচ্ছে Samsung Galaxy F13 । জেনে নিন রিলিজ ডেট ও অন্যান্য ফিচার..

Samsung Galaxy F13 ফোনটি লঞ্চ হওয়ার আগেই কিছু specifications online লিক হয়ে গেছে। এই ফোনের সামনে থাকবে একটি water drop সেলফি ক্যামেরা ও সাথে good looking ডিজাইন দেওয়া থাকবে পিছনে।

Samsung Galaxy F13 Launch date: এই ফোনটি কবে লঞ্চ হবে সে সমন্ধে একটি ডেট  অনলাইন বিভিন্ন লিকেরদের মাধ্যমে লিক হয়ে গেছে, যা বলা হচ্ছে 22 জুন, 2022 তে লঞ্চ হবে। এই ফোনের ব্যাটারি সমন্ধে একটি খুব ভালো খবর আসছে এটিতে থাকবে 6000mAh ব্যাটারি ও 15W ফাস্ট চার্জিং।

Samsung Galaxy F13 specifications:

Launching on 22nd June 2022 in India!

6.6″ FHD+ IPS LCD Display

Exynos 850 SoC

8MP Front Camera 50MP Main + 5MP UW + 2MP Depth Rear Cam

4GB (+4GB Virtual) RAM

64/128GB Storage

6000mAh Battery 15W Charging

Android 12 OneUI 4.1

Side Mounted Fingerprint Scanner

Read More: Poco X4 GT 5G NBTC certification সাইটে লিস্ট হয়ে গিয়েছে। কিছু leak Features সমন্ধে জেনে নিন

 Design

Samsung Galaxy F13 ফোনের ডিজাইনটি হবে একেবারে অন্যরকম। এই ফোনের চারিদিকে মেটাল ফ্রেম দেওয়া থাকবে এবং সাইডে fingerprint sensor থাকবে।

Samsung Galaxy F13 Price In India

Samsung Galaxy F13 ফোনের 4GB RAM+4GB Virtual RAM ও 64GB/128GB মডেলের দাম যতসম্ভব 15,000 থেকে 18000 টাকার বেশি হবে না বলে জানা যাচ্ছে, যা সত্যিই স্যামসাং প্রেমীদের জন্য দারুন খবর।

এর মানে আমরা বলতে পারি এই ফোনটি ভারতে আগামী 22 জুনে 15 হাজার থেকে 17/18 হাজারের মধ্যে লঞ্চ হতে পারে।

Camera System:

এবার এই ফোনের ক্যামেরার সমন্ধে কথা বলতে গেলে বলতে হয় এটিতে থাকবে একটি 50MPএর মেন primary ক্যামেরা এর সাপোর্ট থাকবে, 5MP ultra-wide ক্যামেরা এবং একটি 2MP ক্যামেরা সেন্সর।

আর সামনে থাকবে 8MP এর একটি সেলফি সুটার ক্যামেরা।

Display Specifications:

Samsung Galaxy F13 ফোনে 6.6inch Full HD+ IPS LCD display সাথে থাকবে normal 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট এবং 700 to 800 nits (maybe)  peak brightness সাপোর্ট।

Read More:  POCO F4 5G ফোনের launch date ও Specifications লঞ্চ হবার আগে লিক হয়ে গেছে। জেনে নিন তথ্য..

Processor: এই ফোনের ভিতরে আছে একটি Samsung Exynos প্রসেসর যেটি 2022 সালে ব্যাবহার করা হয়েছে এই প্রথম। এছাড়াও  4GB RAM + 4GB virtual RAM ও 64GB/128GB ফাস্ট স্টোরেজের সাপোর্ট।

System UI: Samsung Galaxy F13 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 ও One UI 4.1 সিস্টেম পরিচালিত হবে। এছাড়াও এই ফোনে 5G, WiFi 6, Bluetooth 5.2, NFC এবং একটি USB type C পোর্ট এর সাপোর্ট।

Battery: Samsung Galaxy F13 হ্যান্ডসেটে একটি পাওয়ারফুল 6000mAh ব্যাটারি সাথে 15W  ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকবে।

Others Specs: এছাড়াও এই ফোনে Dolby Atmos, Hi-Res audio, এছাড়াও side mounted finger print সেন্সর এর সাপোর্ট দেওয়া আছে।

Read More: 13GB RAM ও 128GB স্টোরেজের সাথে লঞ্চ হল Oppo K10 5G মাত্র 17499 টাকায়। জেনে নিন আরো কিছু ফিচার..

মন্তব্য করুন