Samsung এর পরবর্তী foldable Smartphone Galaxy Z Fold4 ও Galaxy Flip 4 খুব জলদি আসছে। এই দুটি স্মার্টফোনের মডেল Ministry of Industry 3c certification এবং ভিতরের ইনফরমেশন গুলিও আস্তে আস্তে লিক হতে শুরু করেছে। যেগুলির মডেল নম্বর হল SM-F9360 এবং Flip 4 এর নম্বর হল SM-F7210।
3c Certification থেকে আরো জানা যায় এই দুটি ফোনেই থাকবে 25W charging, এবং স্যামসাংয়ের ancestral charging level এবার তাদের ফোল্ডিং ফোনগুলোতে পাস হবে।
Battery capacity তেও অনেকটা পরিবর্তন হবে।
Samsung galaxy Z Flip 4 দুটি built in ব্যাটারি থাকবে, যার একটির ক্যাপাসিটি 2400mAh, ও অন্যটি 903mAh, total battery capacity আগের generation থেকে বাড়িয়ে করা হয়েছে 3300mAh থেকে 3400mAh। আর Galaxy Z Fold4 এ থাকবে 4400mAh ব্যাটারি ক্যাপাসিটি।
Samsung Galaxy Z Fold 4 Specification:
Display:
7.6″ QXGA+ AMOLED, 120Hz
6.2″ HD+ AMOLED, 120Hz

Processor:
Powerful Snapdragon 8+ Gen 1
RAM and ROM:
12GB RAM
256/512GB storage
Rear Camera:
50MP + 12MP (UW) + 10MP (3x)
Inner Camera:
4MP 2.0μm (UDC)
Outer Camera:
10MP
Android System:
Android 12, OneUI 4.1.1
Battery:
4400mAh battery, 25W
সম্প্রীতি Ice Universe এর থেকে জানা যায়, Samsung galaxy Z Fold4 এর ভিতরের স্ক্রীন aspect ratio পরিবর্তন হয়ে 5.4 to 6.5 হবে, এবং বাইরের অর্থাৎ outer screen ratio 24.5:9 to 23.9 হবে।
অর্থাৎ পুরো জিনিসটা একটা বর্গাকার দেখাবে ও কিছুটা wider হবে।
উপরের কিছু ইমেজ থেকে বোঝা যাচ্ছে Galaxy Z Fold4 foldable Smartphone এ নতুন ধরনের উন্নতমানের under screen camera technology ব্যাবহার করা হবে,
যা স্যামসাং কোম্পানির 2য় foldable Smartphone কে এক নতুন মাত্রা দেবে।

Previous Samsung galaxy Z Fold 3 এর under-screen ক্যামেরা technology এর তুলনায় ফলদ 4 এর ক্যামেরা খুব ভালো hidden camera ও high resolution সেলফি আমাদের প্রোভাইড করবে।
এছাড়াও কিছু কিছু লিক থেকে জানা যাচ্ছে Galaxy Z Fold4 এ থাকবে Qualcomm Snapdragon 8 Gen 1 Plus processor এবং এটি হবে under-screen ক্যামেরা ভার্সন।
Ross Young এর রিপোর্ট অনুযায়ী, Galaxy Z Flip 4 Gold, Gray, Light Blue এবং Light violet চারটে কালার থাকবে, আর অন্যদিকে Galaxy Z Fold4 এ থাকবে Beige, Black এবং Grey এই তিনটি কালার।
এই দুটি ফোল্ডিং ফোনের মধ্যে Samsung galaxy Z Flip 4 ছোট ও lightweight folding screen এর solution ব্যাবহার করবে, আর আগের generation এর থেকে সবথেকে বড় ডিফারেন্স হবে secondary screen size নিয়ে।
আরো তথ্য থেকে জানা যাচ্ছে Samsung galaxy Z Flip 4 এর 2 ইঞ্চির স্ক্রীন ভেঙে 2.7 inch পর্যন্ত যাবে, যেখানে Flip 3 এর ফোন ছিল মাত্র 1.9ইঞ্চি।