ভারত তথা গ্লোবাল মার্কেটে লঞ্চ হল জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাংয়ের ফ্লাগশিপ ফোন Samsung Galaxy S23 সিরিজ। বছরের শুরুতেই স্যামসাং বেশি মেগা পিক্সেলের ক্যামেরা, উন্নতমানের হাই কোয়ালিটি জুম, বড় ব্যাটারি, সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং আরো অনেক ফিচার নিয়ে বাজারে এসেছে Samsung Galaxy S23 Ultra ফ্লাগশিপ ফোন। 1 ফেব্রুয়ারি লঞ্চ হওয়া সামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্মার্টফোনে থাকছে পেরিস্কোপ ক্যামেরা সেন্সর, সুপার HDR ভিডিও করার অপশন, ১০০x জুম এবং আরো অনেক ফিচার। চলুন দেখে নিই এই ফ্লাগশিপ স্মার্টফোনের দাম ও কি কি ফিচার আছে।
Samsung Galaxy S23 Ultra দাম কত?
Samsung Galaxy S23 Ultra ফ্লাগশিপ স্মার্টফোনের দাম শুরু হচ্ছে $1199 থেকে, যা ভারতীয় টাকায় হিসাব করলে হয় প্রায় ₹98,000 টাকা। এই ফ্লাগশিপ স্মার্টফোনে 12GB Ram এর সাথে 512GB, 1TB, 2TB স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে। তবে জানিয়ে রাখি বিভিন্ন storage ও Ram ভেরিয়েন্ট অনুযায়ী দাম কম বেশি আছে।
Samsung Galaxy S23 Ultra স্পেসিফিকেশন?
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্মার্টফোনে আছে ১২০Hz রিফ্রেস রেট সম্পূর্ণ ৬.৮ ইঞ্চির একটি QHD+ অ্যামোলেড ডিসপ্লে, সাথে গরিলা গ্লাস ভিকটাস ২ এর প্রটেকশন আছে। স্মার্টফোনটি পরিচালিত হবে নতুন Android 13 অপারেটিং সিস্টেম ও স্যামসাং এর নিজস্ব OneUI 5.1 এর সাথে।
ফোনটির ক্যামেরাতে আছে 200MP প্রাইমারি ক্যামেরা সহ ৪ টি রিয়ার ক্যামেরা। প্রথমটি ২০০mp HP2 ক্যামেরা সেন্সর, দ্বিতীয়টি 12 mp আল্ট্রা উইড ক্যামেরা সেন্সর, তৃতীয়টি 10mp Telephoto সেন্সর এবং চতুর্থটি 10MP এর একটি পেরিস্কোপ সেন্সর থাকছে। আর দুর্দান্ত সেলফির জন্য থাকছে 12MP ফ্রন্ট ক্যামেরা।
স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য আছে 45W ফাস্ট চার্জিং সহ 5000mAh এর একটি বিশাল ব্যাটারি। এছাড়াও WiFi 6E, ব্লুটুথ 5.3, দুটো স্টেরিও স্পিকার, IP68 সহ আরো অনেক ফিচার।