Samsung এর আগে অনেক Watch লঞ্চ করেছে কিন্তু এবার Samsung Galaxy Watch 5 কিছু নতুন ফিচার নিয়ে এসেছে যা আগের মডেল গুলোতে ছিল না। নতুন Bioactive সেন্সর ও ফাস্ট চার্জিং এবং অন্যতম সুন্দর ডিজাইনের সাথে লঞ্চ হল Samsung Galaxy Watch 5 সিরিজ। এই Watch এ তিনটি পাওয়ারফুল নতুন সেন্সর একটি সেন্সরের মধ্যেই থাকবে। এই তিনটি সেন্সর আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। একটি Bioelectrical Impedance Analysis sensor, যেটির কাজ আমাদের শরীরের বডি ফ্যাট অর্থাৎ ওজন অ্যানালাইসিস করবে, Electric Heart Sensor (ECG) যেটি আমাদের রিয়েলটাইম হার্টবিট মাপতে সাহায্য করবে।
Read More: স্নাপড্রাগণ 8+ Gen 1 এর সাথে Samsung Galaxy Z Fold 4 কিছু ফিচার বেরিয়ে আসলো
এবং সর্ব শেষে Opticle Heart Rate Sensor, যেই সেন্সরটি আমাদের শরীরের হার্ট রেট এবং রক্তের চাপকে মাপতে সাহায্য করবে। এই তিনটি সেন্সরের মাধ্যমে এই Samsung Galaxy Watch 5 সিরিজ এক নতুন মাত্রা ছুটে পেরেছে। এছাড়াও ৯০ তারও বেশি এক্সারসাইজ এই ডিজিটাল ঘড়ি থেকেই ট্রাক করা যাবে।
এই স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 5 দুটি সাইজের সাথে এসেছে। একটি 44mm এবং আরেকটি 40মম। এছাড়াও এই ডিজিটাল 44মম সম্পূর্ণ ঘড়ির ওজন 33.5 গ্রাম এবং 40মম সাইজের ঘড়ির ওজন প্রায় 28.7 গ্রাম।
Read More: Galaxy Buds 2 Pro । Earbuds হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যাবে খুব সহজে
এছাড়াও এই গ্যালাক্সী ওয়াচ ৫ সিরিজে আছে দ্রুত গতির ফাস্ট চার্জিং। গ্যালাক্সী ওয়াচ ৫ ঘড়িটি ৩০ মিনিটের মধ্যে 45% চার্জ করতে সক্ষম। হ্যা আগের জেনারেশনের থেকেও দ্রুত গতির চার্জিং সহ বড়ো ব্যাটারিও আছে এই গ্যালাক্সী ওয়াচ ৫ সিরিজে।
আর এই ওয়াচ ব্যাবহার হয়ে Sapphire Crystal Display, যা 100% ওয়াটার রেসিসটেন্স এবং আগের থেকে 1.6 গুন বেশি শক্ত, অতি সহজে পরে গেলেও ভাঙবে না। এছাড়াও আপনি এখন থেকে গ্যালাক্সী ওয়াচ এই Google maps, ইউটিউব ভিডিও, মেসেজ করা, গুগল অ্যাসিস্ট্যান্ট, কাওকে কল করা এবং আরো অনেক কিছু করতে পারবেন অতি সহজেই।
Read More: Samsung Galaxy Watch 5: তিনটি নতুন BIA সেন্সর ও ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল
এই গ্যালাক্সি ওয়াচ 5 অনেকগুলি কালারের সাথে এসেছে। অন্যতম হল গ্রাফাইট, Sapphire, Silver, pink gold প্রভিতি কালারের সাথে available আছে। এই স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 5 এর দাম থাকছে প্রায় 22,166 টাকা এবং 26,130 টাকা।