Samsung Galaxy watch 5 সিরিজের দাম লিক হয়ে বেরিয়ে আসলো

এবার কিছু নতুন খবর থেকে এই Samsung Galaxy Watch 5 সিরিজের দাম অনলাইন লিক হয়ে আসলো। এই সিরিজের প্রাইজ নিয়ে কথা বলার আগে এই সিরিজ সম্পর্কে আগে লিক হয়ে যাওয়া কিছু কথা বলা যাক। Samsung Galaxy Watch 5 এবং Samsung Galaxy Watch 5 Pro এই দুটি watch জুলাই মাসের প্রথম দিকে NBTC certification সাইটে দেখা গিয়েছিল। এছাড়াও আমরা স্যামসাং গ্যালাক্সি watch 5 সিরিজের সাথে Samsung Galaxy Z Fold4 এবং গ্যালাক্সি Flip4 নিয়েও কথা বলেছি। এই ফোল্ড ফোনে কি কি থাকতে পারে ও কবে লঞ্চ হতে পারে। তবে এবার Samsung Galaxy Watch 5 সিরিজের প্রাইজের সাথে সাথে রিলিজ ডেট আমাদের সামনে চলে এসেছে।

Samsung Galaxy Watch 5 সিরিজ আগামী 10 আগস্ট 2022 সালে লঞ্চ হতে চলেছে। আর বেশি দেরি নেই যেখানে আমরা এই নতুন watch সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। সাথে সাথে এবার এই watch দুটির দামও আমাদের সামনে চলে আসলো। এই সিরিজের watch গুলী তিনটি ভ্যারিয়েন্ট সাথে লঞ্চ হবে 40mm, 44mm এবং 45mm এর সাথে।

40mm Galaxy Watch 5 এর দাম €256.98 টাকা , ভারতীয় টাকায় প্রায় 20,960 টাকা। 44mm Samsung Galaxy Watch 5 এর দাম €286.90 টাকা , ভারতীয় টাকায় প্রায় ₹23,400 টাকা। এবং 45mm বিশিষ্ট Watch 5 Pro এর দাম €430.89 টাকা , যা ভারতীয় টাকায় প্রায় ₹35,150 টাকা।

এই ছিল আজকের তাজা খবর। আরও খবর জানতে ও পড়তে আমাদের facebook page ফলো করতে পারেন। আমাদের ফেসবুক পেজটিতে প্রতিদিন নতুন নতুন টেকনোলজি সম্পর্কিত খবর দেওয়া হয়।

মন্তব্য করুন