স্যামসাং তাদের সবথেকে জনপ্রিয় স্যামসাং গ্যালাক্সি z ফ্লিপ সিরিজের পরবর্তী জেনারেশনের স্মার্টফোন লঞ্চ করার প্ল্যান করতেই বেরিয়ে আসলো ওই স্মার্টফোনের ডিজাইন। Samsung Galaxy Z Flip 5 স্মার্টফোনের ডিজাইন বিখ্যাত টুইটার হ্যান্ডেল Ice Universe দ্বারা লিক হল। Ice Universe একটি বিখ্যাত লিকস্টার। ডিজাইন ফাঁস হতেই নেট দুনিয়ায় তোলপাড় হয়ে গেলো। দেখুন এই ফ্লিপ ফোনের ডিজাইন।
Samsung Galaxy Z Flip 5 is very likely to be of this design. I am in further research… pic.twitter.com/1bVYOgmC0H
— ICE UNIVERSE (@UniverseIce) February 22, 2023
Ice Universe তার টুইটার পেজে কিছুক্ষণ আগেই পোস্ট কল Samsung Galaxy Z Flip 5 ডিজাইন। ডিজাইন দেখে অনেকটা আসুস রেজার ২০২৩ ফ্লিপ স্মার্টফোনের মত। অসাধারণ ডিজাইনের সাথে দুটো ডিসপ্লে, দেখতে লাগছে দারুন।
সাথে বাইরের ছোট ডিসপ্লের ভিতর আছে দুটো ক্যামেরা। ডিজাইনের সাথে পাখির ওয়ালপেপার লাগছে দারুন সুন্দর। অনেকে লিখছে ডিজাইন Razer 2023 মতো নকল ডিজাইন আবার কেউ বলছে এটা মনে হয় Oppo N ফ্লিপের থেকে বড়ো ফোন।
প্রতিদিন নতুন নতুন Bangla Tech News পেতে আমাদের Google News পেজ সাবস্ক্রাইব করুন এবং Twitter Page ও Facebook Page লাইক করুন। এখানে আমরা প্রতিদিন, নতুন মোবাইল নিউজ, টেক নিউজ, লটারি নিউজ এবং ট্রেন্ডিং নিউজ দিয়ে থাকি।