ভরতে Samsung Galaxy Z Fold 4, Flip 4 এবং Buds 2 Pro লঞ্চ হল করা দামে

কিছুদিন আগেই Samsung তাদের Unpacked ইভেন্টে তাদের ফোল্ডিং ফোন, ফ্লিপ ফোন, স্মার্ট ওয়াচ এবং earbuds গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল। Samsung Galaxy Z Fold4, Samsung Galaxy Z Flip 4, Samsung Galaxy Watch 5 সিরিজ এবং Samsung Buds 2Pro লঞ্চ করেছিল একই সাথে। কিন্তু আজ স্যামসাং তাদের ওই সমস্ত ডিভাইস গুলি ভারতে লঞ্চ করেছে। কেমন ছিল সমস্ত ফিচার এবং দাম? আমরা একে একে জানবো।

স্যামসাং গ্যালাক্সি Z Flip 4: 8 GB RAM ও 128GB স্টোরেজের দাম রাখা হয়েছে ₹89,999 টাকা। 8GB RAM ও 256GB স্টোরেজের দাম ₹94,999 টাকা। Bespoke এডিশনের দাম রাখা হয়েছে ₹97,999 টাকা। এছাড়াও এই ফোনে ছিল 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট এর সাথে 6.7 ইঞ্চির একটি FHD+ অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও আরো একটি 1.9 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। 12+12MP এর OIS এর সাথে দুটি পাওয়ারফুল ক্যামেরা সেন্সর।

এবং সাথে সেলফির জন্য 10MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং চিপসেট হিসাবে ব্যাবহার হয়েছে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট। আর 25W ফাস্ট চার্জিং এর সাথে 3700 mAh ব্যাটারি এই ফোনে দেওয়া হয়েছে। আর নতুন অ্যান্ড্রয়েড 12L অপারেটিং সিস্টেম এবং One UI 4.1.1 ফ্লিপ ফোনের সফটওয়ার এক্সপিরিয়েন্স আরো দারুন করে তোলে।

Samsung Galaxy Z Fold4: এই ফোল্ড ফোনের ডিসপ্লেতে 7.6 ইঞ্চির QHD+ অ্যামোলেড ডিসপ্লে সাথে 120Hz রিফ্রেশ রেট এবং GG+ Victus স্ক্রীন প্রটেকশন, এছাড়াও আরও একটি 6.2 ইঞ্চির 120Hz রিফ্রেস রেট সম্পূর্ণ FHD+ অ্যামোলেড ডিসপ্লে আছে, যেটি বাইরের দিকে অবস্থিত। এই Samsung Galaxy Z Fold4 ফোল্ডিং ফোনে আছে তিনটি রিয়ার ক্যামেরা। প্রথমটি 50MP এর OIS এর সাথে প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয়টি 12MP এর আল্ট্রা ওয়াইড এবং আরেকটি 10 MP এর telephoto লেন্স।

এছাড়াও 10MP এর সেলফি ক্যামেরাও, এছাড়াও থাকবে 25W ফাস্ট চার্জিং এর সাথে 4400 mAh এর ব্যাটারি। তবে এই ফোনের 12GB+256GB ভ্যারিয়েন্ট এর দাম ₹1,54,999 টাকা। 12GB+512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম ₹1,64,999 টাকা। এবং 12GB+1TB স্টোরেজ ভ্যারিয়েন্ট এর দাম ₹1,84,999 টাকা।

Galaxy Buds 2 Pro: তবে প্রথমেই জানিয়ে রাখি এই Earbuds এর ভারতীয় দাম রাখা হয়েছে ₹17,999 টাকা। স্যামসাং গ্যালাক্সি Buds 2 Pro কেস ছাড়া টানা 5 ঘণ্টা এবং কেস সমেত 18 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে সক্ষম কোম্পানির মতে। আর ব্লুটুথ 5.3 এর সাপোর্ট এবং এই earbuds জল এবং ধুলো থেকে বাঁচার জন্য IPX7 ওয়াটার রেসিসটেন্স সার্টিফিকেট আছে, এছাড়াও 24bit Hi-Fi audio সাপোর্ট আর Active Noise cancellation থাকছে আগের থেকে অনেক বেশি উন্নতমানের। এই ডিভাইসে তিনটি SNR (Signal-to-Noise Ratio) দেওয়া আছে যা বাইরের বাতাস, মাইক্রোফোন এমনকি অন্যান্য সাউন্ড কে পুরোপুরি থামিয়ে দিতে সক্ষম।

মন্তব্য করুন