স্নাপড্রাগণ 8+ Gen 1 এর সাথে Samsung Galaxy Z Fold 4 কিছু ফিচার বেরিয়ে আসলো

বেশি দিন দেরি নয় Samsung Unpacked ইভেন্টের । তবে Samsung Unpacked ইভেন্ট কাছে আসতে না আসতেই এই ইভেন্টে লঞ্চ হওয়া প্রায় সমস্ত ডিভাইসের দাম ও ফিচার লিক হয়ে আসলো। এখন আমরা এই সমস্ত ফিচার গুলি নিয়েই আলোচনা করবো। স্যামসাং এর আপকামিং ফোল্ডিং ফোন Samsung Galaxy Z Fold 4 স্মার্ট ফোল্ড ফোনের দুটি ডিসপ্লে ফিচার আমাদের সামনে চলে এসেছে। প্রথমটি 7.6 ইঞ্চির QHD+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে যেটি 6.3মম থিক থাকবে। এছাড়াও এই ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট এবং GG+ Victus স্ক্রীন প্রটেকশন এর সাথে আসতে চলেছে। এছাড়াও বাইরের দিকে ডিসপ্লেটি 6.2 ইঞ্চির 120Hz রিফ্রেস রেট সম্পূর্ণ FHD+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে।

আগের জেনারেশনের থেকে এই জেনারেশনের গ্যালাক্সি ফোল্ড 4 ফোনের চিপসেটের ভিতর ভালো পরিবর্তন করা হয়েছে। Samsung galaxy Z Fold 4 ফোনে কোয়ালকমের থেকে আসা Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট ব্যাবহার করা হয়েছে। যা আগের জেনারেশনের থেকে অনেকটা ফাস্ট বলে জানা যাচ্ছে।

Read More: Galaxy Buds 2 Pro । Earbuds হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যাবে খুব সহজে

ক্যামেরায় থাকছে অন্যান্য পরিবর্তন। এই Samsung Galaxy Z Fold4 স্মার্টফোনে থাকছে তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ। প্রথমটি 50MP এর OIS এর সাথে প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয়টি 12MP এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং আরেকটি 10 MP এর telephoto লেন্স ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও 10MP এর সেলফি ক্যামেরাও ব্যাবহার হয়েছে। আর এই ফোল্ডিং ফোনের ওজন টি হল 263 গ্রাম। এছাড়াও থাকবে 25W ফাস্ট চার্জিং সহ 4400 mAh এর ব্যাটারি।

Read More: Samsung Galaxy Watch 5: তিনটি নতুন BIA সেন্সর ও ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল

মন্তব্য করুন