আগামী কাল অর্থাৎ 10 আগস্ট হতে চলেছে স্যামসাং এর সব থেকে বড় ইভেন্ট। এই ইভেন্টে BTS army থাকবে সেটা আগেও গোষণা করা হয়েছিল। কিন্তু তবুও অনেক মানুষের কাছে ছিল টা অজানা। তবে আজকের Samsung তাদের সোসিয়াল মিডিয়া অ্যাকাউন্টে অফিসিয়াল ভাবে ঘোষণা করে যে এই ইভেন্টে থাকছে বিশ্ব বিখ্যাত কোরিয়ান BTS আর্মি। Samsung এর এই ইভেন্টটি আগামী কাল 10 আগস্ট রাত 6:30 PM সময় হতে চলেছে। এই ইভেন্টে থাকছে Samsung Galaxy Z Fold4 এর ফোল্ডিং ফোন, সাথে থাকছে Samsung Galaxy Flip 4, Samsung Buds 2Pro, স্যামসাং ওয়াচ 5 এবং স্যামসাং ওয়াচ 5 প্রো। আরও এই ইভেন্টে গান গেয়ে মাতাতে চলেছে BTS আর্মি। আমি তো আর ওয়েট করতে পারছিনা ইভেন্টটি দেখার জন্য।
এই ইভেন্টটি হবার আগেই এই ইভেন্টে লঞ্চ হওয়া সমস্ত ডিভাইসের রোমানিয়ান দাম লিক হয়ে এসেছে। স্যামসাং গ্যালাক্সি z ফোল্ড 4 ফোনের 256GB মডেলের দাম হল 00 টাকা এবং 512GB মডেলের দাম 00 টাকা। এছাড়াও Samsung Galaxy Flip 4 ফোনের দাম বেরিয়ে আসলো। 128GB মডেলের দাম থাকছে 00 টাকা, 256GB মডেলের দাম 00 টাকা এবং 512GB মডেলের দাম থাকছে 00 টাকা।
এছাড়াও Samsung Watch 5 40mm এর 4g এর সাথে দাম থাকছে 00 টাকা এবং 4g 44mm এর দাম রাখা হয়েছে 00 টাকা। আর Watch 5 Pro শুধুমাত্র একটি 44mm ভ্যারিয়েন্ট এর সাথেই থাকছে যার দাম লিক হয়ে এসেছে 00 টাকা। আর এই সমস্ত ডিভাইসের সমস্ত ফিচার জানতে আমাদের আগামী কল Samsung Unpacked ইভেন্ট দেখতে হবে।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোস্টটি পড়ার জন্য। সাথে আরো পোস্ট পড়তে চাইলে আমাদের এই ওয়েবসাইটে জুড়ে থাকুন। এছাড়াও চাইলে আপনারা আমাদের facebook page কিংবা গুগল নিউজ ফলো করতে পারেন।