Sony Xperia 5 iv

হাইলাইট:

  • শনি এক্সপেরিয়া ৫ iv ফ্লাগশিপ ফোনে আছে OIS সম্পূর্ণ ১২mp+২২mp+১২mp তিনটি ক্যামেরা
  • সাথে আছে ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে
  • এছাড়াও আছে Snapdragon 8 Gen 1 চিপসেট

সনি অনেক দিন পর তাদের ফ্লাগশিপ সিরিজের নতুন ফোন লঞ্চ করলো। সনির এই আল্ট্রা ফ্লাগশিপ ফোনে অবিশ্বাস্য ফিচারের সাথে ক্যামেরা আছে একেবারে অন্য পর্যায়ের। সনির এই আল্ট্রা ফ্লাগশিপ ফোনের নাম হল SONY XPERIA 5 IV, এই স্মার্টফোনের শুরুর ৮জিবি রেম ও ১২৮জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ভারতীয় টাকায় ₹৮৩,৯৯০ টাকা। এছাড়াও ফ্লাগশিপ স্মার্টফোনটির ওজন ১৭২ গ্রাম, ঠিকনস থাকছে ৮.২ মিলি মিটার এবং সাথে থাকছে নতুন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।

শনি এক্সপেরিয়া ৫ iv ডিসপ্লে ও কানেক্টিভিটি: শনি এক্সপেরিয়া ৫ iv ফ্লাগশিপ ফোনে আছে ১২০Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ একটি ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে, সাথে রেজোলিউশন থাকছে ১০৮০*২৫২০ পিক্সেল, ৪৪৯ ppi, এবং সাথে থাকছে গরিলা গ্লাস victus সাপোর্ট। এছাড়াও আছে ব্লুটুথ ভার্সন ৫.১, ৪জি, ৫জি, VoLTE, ইউএসবি টাইপ c ভার্সন ৩.১, ওয়াইফাই এবং এনএফসি ত আছেই।

আরও পড়ুন: নোকিয়ার নতুন ফ্লিপ ৪g ফিচার ফোন সম্পর্কে জানুন

শনি এক্সপেরিয়া ৫ iv ক্যামেরা: শনি এক্সপেরিয়া ৫ iv স্মার্টফোনের সবথেকে আকর্ষণীয় ফিচার হল এর ক্যামেরা। ফ্লাগশিপ ফোনটিতে আছে ১২mp তিনটি ক্যামেরা সেটআপ। প্রথমটি ১২mp OIS সাপোর্টের সাথে প্রধান ক্যামেরা সেন্সর, দ্বিতীয়টি ১২mp আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর এবং তৃতীয় আরেকটি ১২mp ক্যামেরা সেন্সর সহ মোট তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ আছে সনির এই আল্ট্রা ফ্লাগশিপ ফোনে, যা 4k আল্ট্রা hd ভিডিও রেকর্ডিং করার ক্ষমতা রাখে। এছাড়াও ১২mp একটি সেলফি ক্যামেরা ব্যাবহার হয়েছে।

আরও পড়ুন: Nokia X30 5G: অ্যামোলেড ডিসপ্লে ও ৩৩w ফাস্ট চার্জিং সহ Nokia লঞ্চ করল ৫জি ফোন

শনি এক্সপেরিয়া ৫ iv হার্ডওয়্যার ও ব্যাটারি: শনি এক্সপেরিয়া ৫ iv ফ্লাগশিপ স্মার্টফোনে প্রসেসর হিসাবে অ্যান্ড্রয়েড জগতে সবথেকে শক্তিশালী কোয়ালকম সনাপড্রাগোন ৮ জেনারেশন ১ চিপসেট আছে। এছাড়াও সাথে ১২জিবি রেম ও ১২৮ জিবি স্টোরেজের সাপোর্ট, সাথে ৩০w ফাস্ট চার্জিং সহ ৫০০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফ্লাগশিপ ফোনে।

আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, গাড়ি ও বাইক নিউজ, ইলেকট্রিক গাড়ি নিউজ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।

সোর্স:

By Akash

I am Akash. On my website we post various technology related news every day. And this site is made for tech news, new launch, latest news lottery news etc.