18 GB RAM সহ Lenovo Legion Series নতুন দুটি gaming Smartphone launched করতে চলেছে।
বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে Lenovo Legion Phone 3 এবং Lenovo Legion Phone 3 Pro তে থাকবে 18GB RAM সহ আরও অনেক সব gaming ফিচার।
Lenovo নতুন গেমিং ফোন Legion Phone 3 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ হবে বলে জানা যাচ্ছে। যার মধ্যে একটি Legion Phone 3 Elite ও অন্যটি Legion Phone 3 Pro, এই দুটি ফোনের লিকের তথ্য গুলি একজায়গায় করলে দেখা যায় যে এই দুটি ফোনেই থাকবে 6.92-inch Display, 5600mAh ব্যাটারি এবং সাথে থাকবে powerful Snapdragon 8 Gen 1 SoC.দুটি ফোনেই গেমিং এর দিক থেকে ফিচারগুলো একই থাকবে, যেমন চারটি ultrasonic shoulder buttons থাকবে। বিভিন্ন লিকার দের মতে 2022 সালের January মাসে যে ছবিটি লিক হয়েছে সেটি Lenovo Legion 3 সিরিজের কোনো একটি ফোন, যার codename Diablo. Lenovo সম্ভবত দুটি ফোন লঞ্চ করার প্ল্যান করছে। সম্ভবত এটি Lenovo Legion Y90 ফোনের ছবি যেটি কিছুদিন আগে Lenovo company tease ক...