Redmi K50i ভারতে লঞ্চ হতে চলেছে 20 July : কি কি থাকছে দেখে নিন
Redmi তাদের নতুন ফোন Redmi K50i আগামী 20 জুলাই ভারতে লঞ্চ করবে বলে ঠিক করেছে। আমরা এই ফোন সম্পর্কে আরো নতুন নতুন কিছু specifications বা ফিচার সমন্ধে জানতে পেরেছি। কোম্পানি তাদের k সিরিজের একটি ফোন Redmi K50i 5G ভারতে 20 জুলাই রিলিজ করবে। তাই তারা K50i স্মার্টফোনের একটি প্রমোশনাল ফটো সোশ্যাল মিডিয়াতে অফিসিয়ালি share করেছে। এই নতুন ফটোতে blue কালার সম্পূর্ণ পিছনের দিকে তিনটি ক্যামেরা বিশিষ্ট স্মার্টফোনটি আমরা দেখতে পাচ্ছি এই ফোন সমন্ধে অন্যান্য ইনফরমেশন আমরা জানতে পেরেছি তবে সেগুলি এখনও অফিসিয়াল ভাবে জানায়নি।
Read More: Asus ROG Phone 6
কিন্তু এই দুর্দান্ত স্মার্টফোনর লঞ্চ ডেট যত এগিয়ে তত এই ফোনের নতুন নতুন ফিচার আমরা জানতে পারছি। Redmi K50i ডিভাইসটি হচ্ছে k সিরিজের প্রথম ফোন Redmi K20 ও K20 pro ফোনের পর। Redmi k সিরিজ চায়নাতে গত কয়েক বছর ধরে লঞ্চ হয়ে চলেছে তবে সেগুলি ভারতে Po...