Xiaomi 12s Pro ফোনের AnTuTu score সমস্ত Android ফোনের থেকে বেশি?
হ্যা, আপনারা ঠিক শুনেছেন Xiaomi নতুন Ultra Flagship মোবাইল Xiaomi 12s ultra ফোনটির AnTuTu score মাথা ঘুরে যাওয়ার মত। আজকে আমরা এই ফোনের ক্ষমতা সম্পর্কে আলোচনা করবো। খবর থেকে জানা যাচ্ছে যে এই ফোনের মধ্যে দেওয়া থাকবে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট, যার ক্ষমতা সম্পর্কে আমরা আগেই জেনেছি। এই চিপসেট কে অন্যান্য চিপসেটের রাজা বলা হয় এতে কোনো সন্ধেয় নেই। Xiaomi 12s Pro antutu benchmark Score: কিছুদিন আগেই আমরা Snapdragon 8 Plus Gen 1 চিপসেট সম্পর্কে আলোচনা করেছি। এর স্কোর অন্যান্য Flagship ফোনকে ছড়িয়ে কিভাবে এগিয়ে গিয়েছিল।
এর স্কোর গিয়ে দাঁড়িয়ে ছিল প্রায় 1.18 million, যা এখনও পর্যন্ত সবথেকে বেশি AnTuTu স্কোরার হিসাবে পরিচিতি লাভ করেছিল। এবার Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট যুক্ত Xiaomi 12s Pro ফোনের AnTuTu score আমাদের সামনে আসলো। এই ফোনের AnTuTu score গিয়ে দাঁড়...