OLED ডিসপ্লে ও Periscope ক্যামেরার সাথে চায়নায় লঞ্চ হল TD Tech P50 5G মোবাইল

অসাধারণ সমস্ত ফিচারের সাথে TD Tech P50 5G নামে এই নতুন স্মার্টফোনটি লঞ্চ হল চায়নায়। ফোনটি 181 গ্রাম ওজন বিশিষ্ট 7.98mm থিকনেসের সাথে Black Gold, Snow White ও Coco Tea Gold তিনটি কালারের সাথে চায়নায় লঞ্চ হল। এছাড়াও স্মার্টফোনে আছে NFC, IP 68, ডুয়েল speaker, তিনটি ক্যামেরা সেটআপ সহ আরো অনেক কিছু। নিচে সমস্ত কিছু আলোচনা করা হল।

ডিসপ্লে স্পেসিফিকেশন: TD Tech P50 5G স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ 6.5 ইঞ্চির একটি OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, 2700*1224 পিক্সেল রেজোলিউশন এবং 300Hz টাচ স্যাম্পলিং রেট আছে এবং সাথে আছে 1440Hz হাই ফ্রিকোয়েন্সি PWM dimming এবং 1.07 বিলিয়ন কালার। সব মিলিয়ে ডিসপ্লে ফিচার থাকছে অসাধারণ। সাথে ডুয়াল স্পিকার, নাইট মুড, আই care তো থাকছেই।

প্রসেসর, RAM, Storage এবং ব্যাটারি: TD Tech P50 5G স্মার্টফোনটিতে Qualcomm এর থেকে পাওয়ারফুল চিপসেট Qualcomm Snapdragon 888 5G প্রসেসর আছে। সাথে 8GB RAM এবং 128GB ও 256GB স্টোরেজের সাপোর্ট আছে। আর ব্যাটারি হিসাবে 68W ফাস্ট চার্জিং সহ 4100 mAh ব্যাটারি। 8GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম 4888 CNY এবং 8GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম 5288 CNY।

আরও পড়ুন: Huawei Mate 50 প্রথম রিয়াল ফটো ফাঁস হল অনলাইনে

ক্যামেরা ফিচার: TD Tech P50 5G স্মার্টফোনটিতে আছে 50MP sony ক্যামেরা সেন্সর সহ তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ। প্রথমটি 50MP Sony IMX766 ক্যামেরা সেন্সর, দ্বিতীয়টি f/2.2 aperture সাথে 13MP ultra-wide ক্যামেরা এবং তৃতীয়টি f/3.4 aperture সাথে OIS সম্পূর্ণ 5X optical zoom এবং 50x ডিজিটাল জুমের সাথে 12MP পেরিস্কোপ ক্যামেরা সেন্সর। সাথে আছে 10 channel multispectral সেন্সর, XD ফিউশন প্রো সুপার ফিল্টার অপটিক্যাল সিস্টেম এবং আল্ট্রা ডাইনামিক টেকনোলজি।

আরও দেখুন: ভারতে খুব দ্রুত আসতে চলেছে Poco M5 5G স্মার্টফোন

আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।

মন্তব্য করুন