শুক্রবার, মার্চ 24নিউস এখন বাংলায়

টেক নিউজ 1st ফেব্রুয়ারি: OnePlus ফোল্ডিং ফোন, Moto Edge 40 Pro লঞ্চ, Jio vs Airtel vs Vi, ফটোতে লেখা হবে ট্রান্সলেট

টেক নিউজ 1st ফেব্রুয়ারি: আজ চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই আপনাদের সামনে গরম গরম টেকনোলজি নিউজ নিয়ে হাজির হয়েছি। আজকের টেক নিউজে থাকছে OnePlus নিয়ে আসছে নতুন ফোল্ডিং ও ফ্লিপ ফোন, Moto Edge 40 Pro স্মার্টফোনের ভারতে লঞ্চের তারিখ, টেলিকম কোম্পানি Jio, Airtel এবং ভোডাফোনের মধ্যে ফলোয়ার নিয়ে বেধে গেলো বিশাল যুদ্ধ, Poco X5 স্মার্টফোনের প্রথম লুক এবং কিছু স্পেসিফিকেশন আমাদের সামনে আসলো। এছাড়াও অ্যাপল কোম্পানি নিয়ে আসছে আপনা আপনি সেরে যাওয়া ডিসপ্লে, গুগল ক্রোমের নতুন ফিচার খুব শীঘ্রই আসছে। চলুন জেনে নিই আজকের গরম কিছু টেক নিউজ।

Moto Edge 40 Pro এবং Poco X5 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও লঞ্চ

চায়নাতে কিছুদিন আগেই যে ফোনটি Moto X40 হয়ে লঞ্চ হয়েছিল, সেই ফোনটিই গ্লোবাল কিংবা ভারতের বাজারে Moto Edge 40 Pro নাম নিয়ে আসবে বলে জানা যাচ্ছে। এছাড়াও Poco X5 Pro স্মার্টফোন লঞ্চ না হতেই Poco X5 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও প্রথম ঝলক সামনে বেরিয়ে আসলো। শোনা যাচ্ছে Poco X5 স্মার্টফোনে থাকবে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, Snapdragon 695 প্রসেসর, 48MP এর প্রাইমারি ক্যামেরা এবং 33w ফাস্ট চার্জিং সহ 5000mAh এর একটি ব্যাটারি।

Jio vs Airtel vs Vodafone ফলোয়ার নিয়ে টানাটানি

TRAI আমাদের সামনে গত বছরের নভেম্বর মাসের রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী Jio ও Airtel প্রায় 25 লাখ নতুন ফলোয়ার পেয়েছে, অন্য দিকে Vi প্রায় 18 লাখ ফলোয়ার হারিয়েছে। এখন বর্তমানে Jio ও Airtel এর কাছে আছে প্রায় 42 কোটি সাবস্ক্রাইবার এবং Vi এর কাছে আছে প্রায় 18 কোটি সাবস্ক্রাইবার।

OnePlus V Fold এবং V Flip ফোন

OnePlus অনেক ফ্লাগশিপ এবং midrange ফোন রিলিজ করার পাশাপাশি ফোল্ডিং এবং ফ্লিপ ফোনের উপরেও কাজ করছে বলে জানা গিয়েছে। লিক অনুযায়ী OnePlus এর থেকে আসতে থাকা ফোল্ডিং ফোনের নাম হচ্ছে OnePlus V Fold এবং ফ্লিপ ফোনের নাম হতে পারে OnePlus V Flip ফোন।

Google Chrome এর নতুন আপডেট ফটোর গায়ে লেখা হবে ট্রান্সলেট

সম্প্রীতি বিভিন্ন লিক থেকে জানা গিয়েছে, Google Chrome এমন এক আপডেটএর উপরে কাজ করছে যেটি সত্যিই অসাধারণ। শোনা যাচ্ছে এবার থেকে যেকোনো ধরনের ফটোতে লেখা text হবে ট্রান্সলেট খুব সহজেই। খুব দ্রুত এই ফিচারটি আসতে চলেছে গুগল ক্রোমে।

Apple নিয়ে আসছে অন্য রকমের ডিসপ্লে

সম্প্রীতি বিভিন্ন লিক থেকে জানা গিয়েছে যে, Apple এক ধরনের পেতেন্ড ফাইল করেছে ডিসপ্লের উপরে। এই ডিসপ্লে ফেটে কিংবা ছোট ছোট ভেঙে গেলে আপনা আপনি সেরে যাবে। এমন টেকনোলজি আনতে চলেছে Apple কোম্পানি।