শনিবার, মার্চ 25নিউস এখন বাংলায়

Tech News 30 January: 40 কোটি মানুষের ডেটা চুরি, iPhone 14 ₹45000, BGMI নকল ইন্দুস ব্যাটেল রয়েল, ChatGPT Ban, Coca-Cola ও Realme নতুন ফোন

Tech News 30 January: আজকে ৩০ জানুয়ারি কিছু ধামাকাদার টেক নিউজ নিয়ে হাজির হয়েছি। আজকের টেক নিউজে থাকছে ভালো ও মন্দ খবর সব মিশে। ২০২২ সালে অনলাইনে অর্থাৎ ইন্টারনেটে ৪০ কোটির বেশি মানুষের ডেটা হল চুরি, ফ্লিপকার্ট দিচ্ছে ₹৪৫,০০০ টাকায় iPhone 14, BGMI এর মতো ব্যাটল রয়েল মোবাইল গেম আনছে ভারত। এছাড়াও থাকছে ২০২২ সালে সবথেকে বেশি স্মার্টফোন বিক্রি করেছে Apple কোম্পানি, Coca-Cola ও Realme পার্টনারশিপ করে নিয়ে আসছে নতুন স্মার্টফোন। চলুন একে একে স্মার্টফোন গুলি সম্পর্কে জেনে নিই।

40 কোটির বেশি মানুষের ডেটা চুরি হয়েছে 2022 সালে

ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা যত বেড়েছে অনলাইন স্ক্যাম, ডেটা চুরির ঘটনা ততটাই বেড়েছে। 2021 সালেও একই ঘটনা ঘটেছিল অনেক মানুষের ডেটা অনলাইনে চুরি হয়েছিল বিভিন্ন চাইনিজ অ্যাপের মাধ্যমে, সরকার এর বিরুদ্ধে একশন নিয়েছিল। কিন্তু তাতেও কমেনি অনলাইনে প্রতারণা অসংখ্য অ্যাপের ban করার পরও চুরি হয়েছে বহু মানুষের ডেটা। তবে 2022 সালে খবর অনুযায়ী প্রায় 40 কোটির বেশি মানুষের ডেটা চুরি হয়েছে।

iPhone 14 পাওয়া যাচ্ছে ₹৪৫,০০০ টাকায়?

কথাটা পুরোপুরি সঠিক, তবে রিয়াল লাইফে এমন অফার পাওয়ার দেওয়ার পরেও কারও হাতে পড়েনি। Flipkart এমনিতেই আইফোন ১৪ দিচ্ছে ₹৬৬,৯৯৯ টাকায় যেটির দাম ছিল ₹৭৯,৯৯৯ টাকা। তারপরে Axis ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য দিচ্ছে ₹২,২৮০ টাকা এবং সর্ব শেষে মোবাইল এক্সচেঞ্জ অফারে দিচ্ছে ₹২১,৪০০ টাকা। সবমিলিয়ে iPhone 14 এর দাম গিয়ে দারাচ্ছে ₹৪৩,৩১৯ টাকা। তবে জানিয়ে রাখি আজ পর্যন্ত Flipkart exchange অফারে ₹১৫,০০০ টাকার বেশি দেইনি বলে জানা গিয়েছে।

Indus Battle Royal ভারতের তৈরি মোবাইল গেম

PUBG গেমের ban হয়ে যাওয়ার পর আসে ভারতের ডেভেলপার দের তৈরি FAUG কিন্তু FAUG তেমন কোনো success পায়নি, তারপরেই আসে BGMI এবং তারপর BGMI ও ban হওয়ার পর এবার আবারও ভারতের সুপার ডেভলপাররা নতুন ব্যাটল রয়েল গেম লঞ্চ করতে চলেছে, যেটির নাম হল Indus Battle Royal গেম।

ChatGPT হল ban

কিছুদিন আগেই লঞ্চ হয়েছিলো Open AI কোম্পানির তৈরি AI টুল CHATGPT। এবার ফ্রান্স ইউনিভার্সিটি ChatGPT কে করল ban কারণ ChatGPT যে কোনো প্রশ্নের সমাধান নিমিষে উত্তর দিয়ে দেই, এর ফলে স্টুডেন্টদের কোনো কিছু করতেই হচ্ছে না, প্রশ্ন লেখো উত্তর পেয়ে জাও সেই কারণে France University ban করলো ChatGPT কে।

Samsung Galaxy S24 সিরিজে থাকবে Snapdragon 8 Gen 3 প্রসেসর

আগেই দেখেছি Samsung Galaxy S22 সিরিজের স্মার্টফোনে ব্যাবহার হয়েছিল কোয়ালকম Snapdragon 8 Gen 1 প্রসেসর। তারপরেই 2023 সালে লঞ্চ হতে যাওয়া Samsung Galaxy S23 সিরিজের স্মার্টফোনে ব্যাবহার হবে Qualcomm Snapdragon 8 Gen 2। এবার আবারও একটি ভালো খবর আমাদের সামনে আসলো আগামী বছরে লঞ্চ হতে চলা Samsung Galaxy S24 সিরিজের স্মার্টফোনে ব্যাবহার হবে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর।

Coca-Cola ও Realme বাজারে নিয়ে আসছে নতুন স্মার্টফোন এবং 2022 সালে সবথেকে বেশি মোবাইল বিক্রি করেছে জনপ্রিয় কোম্পানি

এবার Realme মোবাইল কোম্পানি Coca-Cola কোম্পানির সাথে মিশে নিয়ে আসবে নতুন স্মার্টফোন। 2022 সালের তথ্য অনুযায়ী প্রায় 200 মিলিয়নের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে কিন্তু এবার 2022 সালের শেষের দিকে Apple কোম্পানি তাদের iPhone সবথেকে বেশি বিক্রি করেছে।