Tech News Today: প্রতিদিনের মত আজ ৬ ফেব্রুয়ারি সকাল সকাল নিয়ে চলে এসেছি দারুন দারুন কিছু টেকনোলজি নিউজ। আজকের প্রতিবেদনে ভারতীয় সরকার 130টি চাইনিজ loan অ্যাপস এবং 90টি betting অ্যাপস ban বলে ঘোষণা করলো, iPhone 14 Ultra 2024 সালে আসতে চলেছে, Oppo Find X6 Pro স্মার্টফোনের ক্যামেরা মডিউল বেরিয়ে আসলো, ChatGPT কে টেক্কা দিতে গুগল নিয়ে আসছে নিজস্ব অ্যাপ, Realme GT Neo 5 লঞ্চ ডেট জানা গেলো, সাথে Vivo V27 স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট জানা গেলো। এছাড়াও থাকছে ভারতে প্রায় 128000 কোটি ইলেকট্রনিক জিনিসের পরিমাণ বেড়েছে, আরো থাকছে OnePlus Nord 3 স্মার্টফোনের লঞ্চ ডেট। চলুন বিস্তারিত জেনে নিই।
ভারতীয় সরকার Ban করলো 220টি চাইনিজ অ্যাপস
ভারতীয় সরকার সতর্কমূলক ভাবে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাপগুলি ban করে থাকে। ঠিক এবারও প্রায় 220 টি চাইনিজ অ্যাপস ban করলো সরকার। তার মধ্যে 130 টি অ্যাপস loan সমন্ধে, কারণ সেই সমস্ত অ্যাপগুলি মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, এছাড়াও 90টি betting অ্যাপস ban বলে জানিয়েছে।
iPhone 14 Ultra এবং Oppo Find X6 Pro
আইফোন 14 সিরিজের ৪টি স্মার্টফোন লঞ্চ হওয়ার পরও apple কোম্পানি ২০২৪ সালে আইফোন আল্ট্রা নামে একটি ফোন আনার প্ল্যান করছে। Oppo Find X6 Pro স্মার্টফোনের ক্যামেরা মডিউল লঞ্চের আগেই বেরিয়ে আসলো, অনেক huwei স্মার্টফোনের মত।
Oppo Find X6 Pro camera module.
Via: 差评帝#Oppo #OppoFindX6Pro pic.twitter.com/j9oveeBNMB
— Abhishek Yadav (@yabhishekhd) February 5, 2023
Realme GT Neo 5 এবং Vivo V27 স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট
বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে Realme GT Neo 5 স্মার্টফোনটি ৯ ফেব্রুয়ারি চায়নার বাজারে লঞ্চ হতে চলেছে, তারপর ২৭ ফেব্রুয়ারি MWC তে লঞ্চ এবং সর্বশেষে ২৭ ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনটি। Vivo V27 স্মার্টফোনটি ভারতের বাজারে আগামী ফেব্রুয়ারি মাসের মাজে কিংবা শেষের দিকে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।
১২৮০০০ কোটি ইলেকট্রনিক জিনিসের পরিমাণ বেড়েছে এই বছরে
বিখ্যাত ইউটিউব চ্যানেল টেকনো রুহেজ থেকে জানতে পেরেছি এই বছরে ভারতে ইলেকট্রনিক জিনিসের পরিমাণ ১ লাখ ২৮ হাজার কোটি, তার মধ্যে ৮০ হাজার কোটি শুধু স্মার্টফোন আছে।
Nothing Phone 2 ও OnePlus Nord 3 স্মার্টফোনের লঞ্চ ডেট
এবার জানা গিয়েছে Nothing কোম্পানি তাদের সেকেন্ড জেনারেশনের স্মার্টফোন Nothing Phone 2 আমেরিকা সহ গ্লোবাল এবং ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে প্রিমিয়াম স্পেসিফিকেশনের সাথে, দাম হবে অনেক বেশি। Oneplus Nord 3 স্মার্টফোন Dimensity 8200 প্রসেসরের সাথে আগামী ১৬ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে।
— Abhishek Yadav (@yabhishekhd) February 6, 2023
ChatGPT কে টেক্কা দিতে Google নিয়ে আসছে নতুন অ্যাপস এবং ChatGPT ভারতে ban বলে ঘোষণা দেওয়া হল
ChatGPT লঞ্চের সাথে সাথেই অনেক ইউজার করে নিয়েছিল। অনেকের মতে গুগলের দিন শেষ করতে পারে এই CHATGPT। কিন্তু সব কথার জবাব দিতে Google নিয়ে আসছে তাদের নতুন হাতিয়ার। এছাড়াও ChatGPT আমেরিকার পর এবার ভারতের ব্যাঙ্গালোরের একটি ইউনিভার্সিটিতে ban বলে ঘোষণা হল।