Tech News Today: প্রতিদিনের মত আজকের টেক নিউজ থাকছে দারুন কিছু খবর যা জানা আপনাদের পক্ষে খুবই জরুরি। আজকের টেক নিউজে iPhone 14 ২৫৬GB মডেল প্রায় ৩৯,০০০ টাকা ছাড়ে পাওয়া যাবে মাত্র ₹৫১,০০০ টাকায়, স্যামসাং তাদের ফ্লাগশিপ সিরিজের ফোনের জন্য নিয়ে আসছে নতুন Exynos চিপ। এছাড়াও থাকছে Motorola কোম্পানি তাদের Moto Edge সিরিজের এক স্মার্টফোনে দিচ্ছে 60MP 🤳 ক্যামেরা এবং Vivo X90 সিরিজের লঞ্চ হওয়ার আগেই তার লঞ্চ ডেট ফাঁস হয়ে আসলো। চলুন এবার একে একে খবর গুলি বিস্তারিত ভাবে জেনে নিই।
iPhone 14 থাকছে প্রায় ₹39,000 টাকা ছাড়
আমরা জানি ২০২২ সালের শেষের দিকে লঞ্চ হয়েছিল বিখ্যাত Apple কোম্পানির স্মার্টফোন iPhone 14 সিরিজ মাত্র ₹৮৯,৯৯০ টাকায়। কিন্তু এখন Flipkart পেয়ে যেতে পারেন পুরো ৩৯,০০০ টাকা পর্যন্ত ছাড়। কিভাবে পাবেন? Flipkart এমনিতে iPhone 14 256GB মডেল দিচ্ছে ₹৭৫,৯৯৯ টাকায়। আর যদি আপনার Axis ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে তাহলে পেয়ে যাবেন আরো ₹২,৮০০ টাকা পর্যন্ত ছাড়। আর পুরোনো iPhone exchange করে পেয়ে যাবেন প্রায় ২১,৪০০ টাকা, সবমিলিয়ে iPhone 14 256GB পেয়ে যাবেন ₹৫১,৮৬৯ টাকায়।
Samsung নিয়ে আসছে নতুন পাওয়ারফুল Exynos 2300 এবং Exynos 2400 চিপ
বছরের শুরু না হতেই দক্ষিণ কোরিয়ার বিখ্যাত টেক কোম্পানি Samsung ঘোষণা দিল তাদের ফ্লাগশিপ মডেলের ফোনের জন্য নিয়ে আসবে নিজস্ব চিপসেট। Samsung জানিয়ে দিল এই বছরের মাঝেই তারা Exynos 2300 চিপসেট নিয়ে আসবে তবে এই চিপসেট Samsung Galaxy S23 সিরিজের স্মার্টফোনে থাকবে না, Samsung Galaxy S22 FE 5G ফোনে দেওয়ার প্ল্যান করছে। এছাড়াও আরো একটি চিপসেট নিয়ে আসছে স্যামসাং যেটির নাম Exynos 2400 চিপসেট, এই চিপসেট পরের বছরের Samsung Galaxy S24 সিরিজের স্মার্টফোনে থাকবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন টেক নিউজ: Coca-Cola ফোন, গুগল vs ভারত, WhatsApp ও Android 14 নতুন ফিচার, OnePlus 11R, Poco X5 Pro
.
Motorola নতুন স্মার্টফোনে থাকবে 60MP সেলফি 🤳 ক্যামেরা
এর আগেও মটোরোলা অনেকগুলি ফোনে 60MP সেলফি ক্যামেরা দিয়েছে, তবে এবার আরো একবার বিভিন্ন লিক থেকে জানা গিয়েছে তাদের আপকামিং স্মার্টফোন Moto Edge 40 Pro ফোনে থাকবে 60MP এর একটি সেলফি ক্যামেরা। যেটির মাধ্যমে উচ্চ লেভেলের সেলফি ফটোগ্রাফি এবং ভিডিও গ্রফি করা যাবে, এছাড়াও ফটো হবে অত্যন্ত শার্প এবং সেলফিতে 4k ভিডিও রেক্ডিং এর ব্যাবস্থা থাকবে।
Vivo X90 সিরিজ লঞ্চ হওয়ার আগেই লঞ্চ ডেট হল ফাঁস
জনপ্রিয় চাইনা কোম্পানি ভিভো তাদের ফ্লাগশিপ সিরিজের স্মার্টফোন প্রথমে চাইনাতে লঞ্চ করে এবং তারপর গ্লোবাল মার্কেটে পা রাখে। কিছুদিন আগেই চাইনাতে লঞ্চ হয়েছিল Vivo X90 সিরিজের স্মার্টফোন, এবার গ্লোবাল বাজারে লঞ্চ ডেট জানা গেল। আগামী 3 February লঞ্চ হতে চলেছে Vivo X90 সিরিজের স্মার্টফোন গুলি।