Tecno Camon i9 Pro Mondrian: টেকনো কোম্পানি তাদের এক ধামাকা স্মার্টফোন নিয়ে ভারতের বাজারে আসতে চলেছে। যে স্মার্টফোনে থাকছে ৬৪ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের Portait লেন্স সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও থাকছে ১২০ Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ Full HD+ ডিসপ্লে। আর সবথেকে আকর্ষণীয় ফিচার হল Tecno Camon i9 Pro Mondrian স্মার্টফোনটি বিভিন্ন কালার চেঞ্জ হতে থাকে। এমন স্মার্টফোন টেকনো কোম্পানি নিয়ে আসবে কেও আশা করেনি। নিচে সমস্ত ডিটেইলস দেওয়া হল।
Tecno Camon i9 Pro Mondrian Specifications (টেকনো কেমন i৯ প্রো মন্ড্রেন স্মার্টফোনের সমস্ত ফিচার):
ডিসপ্লে, ডিজাইন, ও সিস্টেম সাপোর্ট: টেকনো কেমন i৯ প্রো মন্ড্রেন স্মার্টফোনে আছে ১২০hz রিফ্রেস রেট সম্পূর্ণ একটি ৬.৮ ইঞ্চির ফুল hd+ বিশাল ডিসপ্লে। এই ডিসপ্লেতে ক্ষতিকর নীল আলো থেকে রক্ষা করার পন্থা ব্যাবহার হয়েছে। ডিজাইন হিসাবে এই স্মার্টফোনটি অত্যন্ত সুন্দর, ডিসপ্লে প্রায় ০.৯৯mm ব্যাজেল বিহীন। এছাড়াও টেকনো কেমন i৯ প্রো মন্ড্রেন স্মার্টফোনে থাকছে নতুন অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাথে HIOS ৮.৬ সটওয়্যার সাপোর্ট।
ক্যামেরা: প্রথমেই জানিয়ে রাখি টেকনো কেমন i৯ প্রো মন্ড্রেন আমাজন গ্রেট ইন্ডিয়ান সেলে পাওয়া যাবে ₹১৭,৯৯৯ টাকায়। আর এই স্মার্টফোনে থাকছে পৃথিবীর প্রথম ৫০mp portrait ক্যামেরা সেন্সর এবং আছে ৬৪ মেগাপিক্সেলের একটি সেরা প্রাইমারি ক্যামেরা। এছাড়াও সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ৩২এমপি সেলফি ক্যামেরা।
প্রসেসর, রেম এবং স্টোরেজ: টেকনো কেমন i৯ প্রো মন্ড্রেন স্মার্টফোনে আছে মিডিয়াটেক হেলীও G96 প্রসেসর, ৮জিবি রেমের সাথে ৫জিবি এক্সট্রা রেম নিয়ে মোট ১৩জিবি রেম এবং ১২৮ জিবি স্টোরেজের সাপোর্ট। সাথে থাকছে ৩৩w ফাস্ট চার্জিং সহ ৫০০০mAh বিশাল ব্যাটারি।