গত কয়েকদিন ধরেই তেকনোর একটি বাজেট স্মার্টফোন সম্পর্কে তথ্য আমাদের সামনে আসছে। টেকনো বাজেটে Tecno Spark 8C এর পর এবার Tecno Spark 10C লঞ্চ করার প্ল্যান করছে। তবে জানিয়ে রাখি এবার Spark 9C না এসে সরাসরি Tecno Spark 10C আসবে। টেকনোর আপকামিং স্মার্টফোনে ৬ জিবি রেম, ইউনিসক টি৬০৬ চিপসেট এবং এইচডি প্লাস ডিসপ্লে থাকবে বলে জানা যাচ্ছে। জেনে নিন টেকনো স্পার্ক ৮সি স্মার্টফোনের উত্তরসূরি ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।
টেকনো স্পার্ক ১০সি স্মার্টফোনটি ইতিমধ্যে Kl5k মডেল নম্বর সহ গুগল সার্চ কনসোলে দেখা গিয়েছে। এখানে মডেল নম্বরের পাশাপাশি এই ডিভাইসটির অনেক ফিচার আমাদের সামনে এসেছে। টেকনো স্পার্ক ১০সি স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য থাকছে চলেছে ইউনিসক টি৬০৬ প্রসেসর, বড়ো ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।
এছাড়াও ডিসপ্লে হিসাবে থাকতে চলেছে ৭২০ x ১৬১২ পিক্সেল ও ৩২০ ppi সহ এইচডি প্লাস ডিসপ্লে। যেটিতে থাকবে দুটি কর্টেক্স এ৭৫ এবং বাকি ৬টি a৫৫ কোর সিস্টেম, প্রসেসরটি ১.৬ জিগা হার্টস ক্লক স্পিড রান হবে। এছাড়াও ৪ জিবি রেম ছাড়াও অন্যান্য রেম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে পারে। আর কোনো তথ্য এখনও পর্যন্ত আসেনি। এছাড়াও খুব শীঘ্রই অন্যান্য সার্টিফিকেশন সাইটে লিস্ট হতে চলেছে এই স্মার্টফোনটি।