Tesla বাজারে নিয়ে আসছে Tesla Electric Semi Pickup ট্রাক । ফিচার থাকবে অসাধারণ

Tesla বাজারে নিয়ে আসতে চলেছে তাদের বিশাল এক ইলেকট্রিক ট্রাক Tesla Electric Semi Pickup ট্রাক। আগে থেকেই এই ট্রাকের জন্য Tesla $২০০০০ ডলার রিজার্ভেশন নিচ্ছিল। কিন্তু হটাৎ করে তারা এই রিজার্ভেশন বন্ধ করে দেই, কারণ Tesla Electric Semi Pickup ট্রাক আগামী বছর লঞ্চ হবে বলে জানা যাচ্ছে। লঞ্চ হবার আগেই EV maker Tesla সাইটে এই ট্রাক সমন্ধে নতুন ছবি, ভিডিও এবং নতুন নতুন specifications আপডেট করেছে। টেসলার এই ট্রাক আজ থেকে ৫ বছর আগেই ঘোষণা হয়েছিল।

ezgif 2 36a6e85308

কিছুদিন আগেই Tesla সাইটে $২০০০০ ডলার রিজার্ভেশন নেওয়া হচ্ছিল একটি “Reverse Now” বাটনের মাধ্যমে কিন্তু এখন সেই বাটনটিতে পরিবর্তন হয়ে “get updates” বাটনে পরিবর্তন হয়েছে। Tesla Electric Semi Pickup ট্রাক ঘণ্টায় 0 থেকে 60 কিমি যেতে পারে মাত্র 20 সেকেন্ডে। এবং 200 থেকে 500 মাইল যেতে 2kWh per mile ব্যাটারি consumed করবে। এছাড়াও 82,000 lb বহন করার ক্ষমতাও আছে এই ট্রাকে।

আগে টেসলার মতে তাদের Tesla Electric Semi Pickup ট্রাকে 4 টি মোটর সিস্টেম আছে যা 400 মাইল recharging করতে 30 মিনিট সময় লাগবে। কিন্তু এখন টেসলার ওয়েবসাইটে বলা হয়েছে তিনটি মোটর থাকবে এবং 70% রিচার্জ করতে 30 মিনিট সময় লাগবে যখন “Tesla Semi Charger” সাথে লাগানো থাকবে। টেসলার মত অনুযায়ী Tesla Electric Semi Pickup ট্রাক 1MW এর বেশি পাওয়ার দরকার চার্জ করার জন্য এবং 500মাইল যাওয়ার জন্য 2KMWH/min কিন্তু সেমি ট্রাকের আছে 1mWH ব্যাটারি। এমনকি 70% চার্জ 30 মিনিটে হওয়ার জন্য 1.4mWh ব্যাটারি প্রয়োজন।

SOURCE:

মন্তব্য করুন