অপো তাদের ফ্লিপ ফোন ঘোষণা করেছে অনেকদিন হল, কিন্তু এবার তারা ঘোষণা করলো আগামী ১৪ মার্চ Oppo Find N2 Flip ফোনের দাম জানাবে। তবে তার আগেই এই ফ্লিপ ফোনের দাম নিয়ে অনেক ফাঁসকারীদের কাছ থেকে অনেক তথ্যই জানতে পেরেছি। ফোল্ডিং কিনবা ফ্লিপ স্মার্টফোনের বাজারে অপো স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ ফোনকে টেক্কা দিতে নিয়ে আসছে তাদের নতুন জেনারেশনের Oppo Find N2 flip ফোন। আগামীতে খুব দ্রুত ভারতে লঞ্চ করার প্ল্যান করছেন কোম্পানি। এই অবিশ্বাস্য নতুন ডিজাইনের ফ্লিপ ফোনের দাম সম্পর্কে কি বলছে বড়ো বড়ো ফাঁসকারীরা।
Oppo Find N2 Flip ফোনের দাম কত হতে পারে?
বিভিন্ন ফাঁসকারীদের তথ্য থেকে জানা যাচ্ছে যে এই ফ্লিপ ফোনের দাম স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ ফোনের মত হবে। ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ ৪ স্মার্টফোন লঞ্চ হয়েছিল ₹৮৯,৯৯৯ টাকায়। অনেকজনের মতে অপো স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ ফোনের বাজার দখল করতে ঠিক একই দামে লঞ্চ করতে পারে আগামী ১৪ মার্চ।
Oppo Find N2 Flip স্মার্টফোনের স্পেসিফিকেশন
এই ফ্লিপ ফোনের ডিসপ্লে হিসাবে থাকছে থাকবে ৩.২৬ ইঞ্চির কভার ডিসপ্লে। এই স্মার্টফোনে চিপসেট হিসাবে থাকবে মিডিয়াটেক দাইমেনসিটি ৯০০০+ প্রসেসর। আর থাকবে পার্পল এবং কালো কালার। আরও বলা হচ্ছে ভারতে লঞ্চ হওয়া অপর এই স্মার্টফোনটি Find N2 Flip এর হুবহু স্পেসিফিকেশন ক্যারি করবে।