বৃহস্পতিবার, মার্চ 23নিউস এখন বাংলায়

এই প্রথম কেউ একসাথে iPhone এ USB C ও Lighting দুটো পোর্ট তৈরি করলো, তারপর কি হল দেখুন ভিডিও

আজ 12 ফেব্রুয়ারি টুইটার পেজ অ্যাপল হাব থেকে জানা গেলো আইফোন সম্পর্কে এক অবিশ্বাস্য তথ্য। এই তথ্য অনুযায়ী একজন ইউজার আইফোনে lighting পোর্টের পাশাপাশি একটি USB C পোর্ট বানিয়ে ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন। নেট দুনিয়ায় ভিডিওটি আসার সাথে সাথে ভাইরাল হয়েছে। যে কাজটা গত কয়েক বছরে অ্যাপল কোম্পানি পারেনি সেই কাজটি কয়েক ঘণ্টার মধ্যে করে দেখিয়েছে। এই ভিডিওতে আরো দেখিয়ে যে দুটি পোর্ট একসাথে কাজ করে না করে না? চলুন এবার ভিডিওটি দেখে নিই।

বিখ্যাত টুইটার ইউজার Apple Hub একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, কেও একজন দুটো পোর্ট সম্পূর্ণ আইফোন তৈরি করেছে, যেটিতে পাশাপশি USB C পোর্ট ও লাইটিং পোর্ট আছে। কি হবে যদি দুটি পর্টকে একসাথে ব্যাবহার করা হয়? দেখুন ভিডিও

ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই ব্যাক্তি প্রথমে লাইটিং পর্তকে বার করে নিয়েছে। তারপর সেটিকে USB C পোর্টের সাথে একসাথে লাগিয়েছে, এবং ডিসপ্লের সঙ্গে তারটিকে একসাথে জুড়ে দিয়েছে। তারপরেই লাইটিং পোর্ট ও নিচে স্পিকারের পাশে মেশিন দিয়ে ইউএসবি সি পোর্ট এর জন্য জায়গা বানিয়েছে।

তারপরই ইউএসবি সি পোর্টকে সঠিক জায়গায় বসিয়ে pc ও অন্যান্য জন্তের সাহায্যে তার গুলিকে সঠিক জায়গায় লাগিয়েছে। তারপরেই সদ্য চলছে দুটি পোর্ট সম্পূর্ণ iPhone।