
সম্প্রীতি একটি খবর প্রকাশ্যে এসেছে TRAI এর থেকে। TRAI (Telecom Regulatory Authority of India) সমস্ত টেলিকম কোম্পানিকে আদেশ দিল কোয়ালিটির দিক থেকে। টেলিকম কোম্পানি গুলি অনেক ভালো ভালো অফার দিলেও স্পীডের সমস্যা প্রায় প্রায় দেখা যায়। প্রায় সব টেলিকম কোম্পানি স্পীডে ও কানেকশনের দিকে তেমন নজর থাকে না। সেই কারণেই TRAI এর এমন আদেশ। দেখে নিন ট্রাই কেমন অর্ডার দিল সমস্ত টেলিকম কোম্পানিকে।
সম্প্রীতি বিখ্যাত লিক স্টার অভিষেক যাদব তার টুইটার হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে জানান যে, TRAI (Telecom Regulatory Authority of India) জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া প্রায় সমস্ত টেলিকম কোম্পানিকে তাদের স্পীড তথা কোয়ালিটির দিকে বেশি নজর দিতে বলেছে।
সঙ্গে এও জানিয়েছেন যে টেলিকম কোম্পানিগুলি যত তাড়াতাড়ি পারে তাদের যেনো সার্ভিস প্রদান করে। এখন বেশিভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষের হাতে ইন্টারনেট ব্যাবস্থা থাকলেও সেটিকে যথাযথ কাজে লাগাতে পারে না কারণ জিও, এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া কোম্পানির স্পীডের অভাবে।
তবে ভারতের টেলিকম অথরিটি সনোস্থা TRAI এর এমন পদক্ষেপ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামীতে টেলিকম কোম্পানির কাছ থেকে সার্ভিস তথা স্পীডের অভাব আর থাকবে না বলে আসা করা হচ্ছে।
প্রতিদিন নতুন নতুন Bangla Tech News পেতে আমাদের Google News পেজ সাবস্ক্রাইব করুন এবং Twitter Page ও Facebook Page লাইক করুন। এখানে আমরা প্রতিদিন, নতুন মোবাইল নিউজ, টেক নিউজ, লটারি নিউজ এবং ট্রেন্ডিং নিউজ দিয়ে থাকি।