শনিবার, মার্চ 25নিউস এখন বাংলায়

Twitter New Limits: এখন থেকে প্রতিদিন 400 টার বেশি অ্যাকাউন্ট ফলো করলেই বিপদ

টুইটার CEO Elon Musk অফিসিয়াল ভাবে টুইটার প্রাইভেসি এবং টার্মস এবং কন্ডিশনে বদলি এনেছে। টুইটার হেল্প সেন্টার থেকে এমন অনেক লিমিট সম্পর্কে জানতে পেরেছি। যেমন টুইটার এর বর্তমান লিমিট অনুযায়ী এক দিনে 400 টার বেশি পেজ ফলো করা যাবে না, একদিন 1000 টার বেশি মেসেজ করা যাবে না, এমনই সমস্ত লিমিট তাদের অফিসিয়াল টুইটারে পুশ করেছে। চলুন এবার এই সমস্ত ডিটেইলস গুলি জেনে নিই।

Twitter New Limits গুলি দেখে নিন

টুইটারের help center থেকে টুইটারের বর্তমান লিমিট গুলি সম্পর্কে জানতে পেরেছি। যেমন – বর্তমান লিমিট অনুযায়ী এখন থেকে প্রতিদিন ১০০০ টা পর্যন্ত মেসেজ করা যাবে, তার বেশি করা টুইটারের মতে অপরাধ বলে গণ্য হবে। এছাড়াও একদিনে ২,৪০০ টা মতো টুইট করা যাবে, এর বেশি করা যাবে না। তবে জানিয়ে রাখি টুইটারের retweet গুলি টুইট হিসাবে ধরা হবে। এই সমস্ত লিমিট গুলি টুইটার সম্প্রীতি জানিয়েছে।

আগের থেকে এখন লিমিট গুলিকে ছোট করা হয়েছে, যেখানে লিমিট গুলি দিন হিসাবে করা হয়েছে। এছাড়াও টুইটারের একাউন্ট email ঘণ্টায় ৪ বার পাল্টানো যেতে পারে, এখন থেকে ৫,০০০ হাজারের বেশি একাউন্ট ফলো করলে একটি একাউন্ট based লিমিট আসবে একাউন্ট অনুযায়ী। যখনই ইউজার ৫০০০ একাউন্ট পার করে ফেলবে তখনই একটি লিমিট চলে আসবে।

Technical Follow Limit: টুইটারের সবথেকে বড় লিমিট হচ্ছে টেকনিক্যাল ফলো লিমিট। এখন থেকে ইউজার একদিনে ৪০০ টার বেশি একাউন্ট ফলো করতে পারবে না।