রবিবার, মার্চ 26নিউস এখন বাংলায়

Twitter Ads Revenue: টুইটার এখন থেকে Ads এর টাকা share করবে Blue verified ইউজারদের সাথে

সম্প্রীতি টুইটার CEO Elon Musk এর একটি টুইট থেকে জানা গিয়েছে যে, এখন থেকে টুইটার প্রতি ব্লু ভেরিফাইড ইউজারদের জন্য দিচ্ছে টাকা। অর্থাৎ Ads থেকে যা টাকা আসবে সেখান থেকে কিছু পরিমাণ শেয়ার করবে টুইটার ব্লু ভেরিফাইড ইউজারদের সাথে। এর প্রতিক্রিয়ায় ঝর তুলেছে সমগ্র টুইটার মহলে। অনেক ইউজার ভালো আবার অনেক ইউজার এটিকে কিছুটা হলেও মন্দ বলছে এবং কেও কেও এর সমন্ধে বিভিন্ন প্রশ্নও করছে। চলুন এবার বিস্তারিত জেনে নিই।

গত 3 ফেব্রুয়ারি শুক্রবার টুইটার CEO Elon Musk এর একটি টুইট আসে, যেখানে লেখা ছিল “আজ থেকে, Twitter তাদের ভেরিফাইড ইউজারদের থ্রেডে প্রদর্শিত বিজ্ঞাপনগুলির জন্য নির্মাতাদের সাথে বিজ্ঞাপনের আয় ভাগ করবে৷ যোগ্য হওয়ার জন্য, অ্যাকাউন্টটি টুইটার ব্লু ভেরিফাইয়ের একজন গ্রাহক হতে হবে।

যেখানে সেই টুইটের নিচে অনেক ইউজার জানতে চেয়েছেন “ব্যাপারটা একটু খুলে বললে ভালো হয়?”, এবার আরেকজন জানতে চেয়েছেন, “তাহলে ads মনিতিজেশন এর জন্য কোনো ড্যাশবোর্ড থাকবে কি?”

গত বছরের ডিসেম্বর মাসে টুইটার তাদের একটি পেজ লিস্ট প্রদান করেন যেখানে লেখা ছিল এখন থেকে টুইটার ইউজাররা তাদের কনভারসেশন এর মাধ্যমে রাঙ্কিং হবে, যেখানে আরো লেখা ছিল যে কোনো ইউজার ইন্টারনেট থেকে ৬০ সেকেন্ডের ২GB ফাইল সাইজের ভিডিও আপলোড করতে পারে।