ভ্যালেন্টাইন ডে কাছেই চলে এসেছে। আর নিজের পার্টনারকে খুশি করার জন্য নানান উপায় আছে, কিন্তু আমরা যদি সবথেকে সহজ ও কম সময়ের উপায়ের কথা বলি তাহলে WhatsApp stickers অন্যতম। আর এই ভ্যালেন্টাইন দিনের মধ্যেই হোয়াটসঅ্যাপ লঞ্চ করলো এক গুচ্ছ স্পেশাল ভ্যালেন্টাইন ডে স্টিকার প্যাক। আমরা এই প্রতিবেদনে ঘোষণা করবো কিভাবে আপনি এই প্যাকগুলো ডাউনলোড করবেন এবং নিজের পার্টনারকে সেন্ড করবেন।
এই প্রতিবেদনে যে স্টিকেরগুলির কথা আপনাদের বলব, সেগুলি android ও iOS দুটি প্ল্যাটফর্মের জন্য বৈধ। এবার দেখে নিন স্টিকার গুলি ইনস্টল করার কার্যকরী উপায়।
Valentine’s Day WhatsApp স্টিকার ডাউনলোড করার উপায়
প্রথমে, আপনার অ্যান্ড্রয়েড কিনবা iOS ডিভাইসের WhatsApp অ্যাপটি খুলুন, তারপরে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে যাকে Valentine দিনের স্টিকেরগুলি পাঠাবেন তাকে সিলেক্ট করুন। তারপরে Plus আইকনে ক্লিক করুন এবং হোয়াটসঅ্যাপ এর সমস্ত ফাস্ট পার্টি স্টিকার গুলি পেয়ে যান।
পরবর্তী ধাপে, সেখান থেকে Valentine ও লাভ স্টিকার গুলি খুঁজুন। তারপর ডাউনলোড আইকন ক্লিক করুন পুরো স্টিকার প্যাকটি ডাউনলোড করার জন্য। এবার আপনি যাকে ইচ্ছা তাকে ওই সুন্দর স্টিকেরগুলো সেন্ড করতে পারবেন।
ঠিক আরেক রকমভাবে আপনি এই স্টিকার গুলি পেতে পারেন। সোঝা Google Play Store অ্যাপে কিনবা Apple অ্যাপ স্টোরে চলে গিয়ে ভ্যালেন্টাইন স্টিকার বলে সার্চ করলেই আপনার সামনে অনেক স্টিকারের অ্যাপ চলে আসবে। যে কোনো একটি অ্যাপ ইন্সটল করে ব্যাবহার করতে পারবেন খুব সহজেই।