HIGHLIGHTS:
- Vivo V25 Pro স্মার্টফোনটিতে আছে 120Hz AMOLED ডিসপ্লে
- সাথে আছে 66W ফাস্ট চার্জিং সহ 4830mAh ব্যাটারি
- আরও আছে 64MP OIS ক্যামেরা
- Color changing back প্যানেল
আজ 17 আগস্ট ভারতের বাজারে লঞ্চ হল Vivo V25 Pro স্মার্টফোনটি। তবে অসাধারণ কিছু ফিচার থাকা সত্বেও কেনো কেউ vivo এই নতুন স্মার্টফোনটি কিনতে চাইছে না। আমরা জানি vivo স্মার্টফোন ভারতের বাজারে অনেক জনপ্রিয়। তারা যত বেশি দাম রাখুক না কেনো তাদের ফোন ঠিক সময়ে বিক্রি হয়ে যায়। আমরা আজ গভীর ভাবে জানবো তবে তার আগে এই স্মার্টফোনে কি কি ফিচার আছে জেনে নিই।
আরও পড়ুন: Galaxy Buds 2 Pro । Earbuds হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যাবে খুব সহজে
আজ Vivo V25 Pro স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ হয়েছে MediaTek Dimensity 1300 প্রসেসর এর সাথে। এছাড়াও 6.56″, FHD+ একটি 120Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। সাথে 64MP OIS + 8MP Wide-Angle + 2MP Macro এর তিনটি ক্যামেরা সেটআপ। প্রথমটি OISএর সাপোর্ট সাথে 64MP প্রাইমারি ক্যামেরা এবং 32MP একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর এবং শেষে 2MP এর একটি ম্যাক্রো ক্যামেরা দিয়েছে ভিভো।
আরও পড়ুন: দুটো Amoled ডিসপ্লে ও Snapdragon 8+ Gen 1 এর সাথে লঞ্চ হল Samsung Galaxy Z Flip 4
এছাড়াও অন্যান্য ফিচার গুলির মধ্যে আছে Funtouch OS 12 সাপোর্ট এবং নতুন অ্যান্ড্রয়েড 12 সাপোর্ট। আর 66W ফাস্ট চার্জিং সহ 4830mAh ব্যাটারি ভিভো নতুন স্মার্টফোনে দেওয়া হয়েছে। Vivo V25 Pro স্মার্টফোনটতে 3.5mm jack থাকবে না এবং In-display ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং সাথে 8 5G bands আছে। এই ভিভো V25 Pro স্মার্টফোনটির দাম 8GB+128GB: ₹35,999 এবং 12GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম রাখা হয়েছে ₹39,999 টাকা।
আরও পড়ুন: 7700 mAh ব্যাটারি ও 2K ডিসপ্লের সাথে ভারতে লঞ্চ হল Motorola Tab G62
হ্যাঁ এই বেশি দামে লঞ্চ করার জন্য Vivo V25 Pro স্মার্টফোনট মনে হয় না বেশি জন কিনবে। তবে যারা যারা ভিভো কোম্পানির খুব বড়ো fan তারা তো এই স্মার্টফোন কিনবেই এটা আর বলার কথা নয়। তবে যারা যারা কিনতে চাইছেন তাদের জানিয়ে রাখি 40000 টাকার মধ্যে অনেক অপশন আছে Vivo V25 Pro ছাড়া।