Vivo V27 সিরিজের লঞ্চ ডেট কোম্পানি তাদের টুইটার অ্যাকাউন্টে একটি টুইট এর মাধ্যমে কনফার্ম জানিয়েছেন। কিছুদিন আগেই ভিভোর v সিরিজের স্মার্টফোনটি ফ্লিপকার্ট অফিসিয়াল সাইটে দাম সহ লিস্ট হয়েছিল। সম্ভবত এই সিরিজে তিনটি স্মার্টফোন লঞ্চ হবে। Vivo V27, Vivo V27 Pro এবং Vivo V27e তবে V২৭e স্মার্টফোন সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায়নি। Vivo V25 সিরিজের পর নতুন V27 সিরিজে কিছু ক্যামেরা থেকে শুরু করে ডিজাইন এবং হার্ডওয়্যার এর দিক থেকে পরিবর্তন থাকবে।
কোম্পানির একটি টিজারের মাধ্যমে জানা গেলো ভিভো আপকামিং ফোনে থাকতে চলেছে কার্ভ ডিসপ্লের সাথে তিনটি ক্যামেরা সেন্সর। 91mobile এর একটি পোস্ট থেকে জানতে পেরেছি vanilla Vivo V27 মডেলে থাকতে চলেছে এডজ ডিসপ্লে।
Vivo V27 সিরিজের ভারতে লঞ্চ ডেট
ভিভো ভি২৭ সিরিজের ভারতের লঞ্চ ডেট অফিসিয়াল ভাবে কোম্পানির তরফ থেকে জানা গেলো। আগামী মার্চ মাসের ১ তারিখ ১২ টার সময় লঞ্চ হতে চলেছে ভিভর এই স্মার্টফোনটি। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল তথা বিভিন্ন সোসিয়াল মিডিয়ার ওয়েবসাইটে Vivo V27 সিরিজের লঞ্চ লাইভ হতে চলেছে।
Vivo V27 series launching in India on 1 March 2023.#Vivo #VivoV27 #VivoV27Pro pic.twitter.com/xxHzoqN3Nr
— Abhishek Yadav (@yabhishekhd) February 20, 2023
Vivo V27 সিরিজের ভারতের বাজারে দাম কত?
ভিভো আপকামিং V সিরিজের স্মার্টফোনগুলির ভারতের বাজারে দাম আমাদের সামনে চলে এসেছে। 91mobile থেকে জানতে পেরেছি ভিভো ভি২৭ স্মার্টফোনের দাম ₹৩৫,০০০ টাকার মধ্যে হতে চলেছে এবং ভিভো ভি২৭ প্রো স্মার্টফোনের দাম ₹৪০,০০০ টাকার মতো হতে চলেছে।
Vivo V27 ও Vivo V27 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো ভি২৭ ও ভিভো ভি২৭ প্রো দুটো স্মার্টফোনেই থাকছে ১২০ হার্টস রিফ্রেস রেট সম্পূর্ণ ফুল এইচডি ডিসপ্লে। সাথে ডিসপ্লে হবে punchhole এবং কার্ভ। ভিভো ভি২৭ স্মার্টফোনে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক দাইমেন্সিটি ৭২০০ প্রসেসর এবং প্রো মডেলে থাকছে ডাইমেন্সিটি ৮২০০ প্রসেসর।
Vivo V27 Pro pic.twitter.com/ibQ5WbpKOy
— Utsav Techie (@utsavtechie) February 18, 2023
ভি২৭ স্মার্টফোনে থাকতে চলেছে ৮+১২৮জিবি রেম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং প্রো মডেলে থাকছে ১২জিবি+২৫৬জিবি রেম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট। এছাড়াও দুটি ফোনেই কোম্পানি দিচ্ছে ৬৪ মেগাপিক্সেলের Sony IMX766V ক্যামেরা সেন্সর OIS এর সাথে।