শুক্রবার, মার্চ 24নিউস এখন বাংলায়

Vivo Y100 5G: স্পেসিফিকেশনের পর এবার Promo Video লিক হল Vivo Y100 স্মার্টফোনের

কিছুদিন আগেই Vivo Y100 5G স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন জানা গিয়েছিল। কিন্তু এবার অফিসিয়াল স্পেসিফিকেশনের সাথে Promo Video হল লিক। আজকের এই প্রতিবেদনে এই সমস্ত লিক হওয়া প্রমো ভিডিও ও স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। Vivo Y100 5G Promo আর্টে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে Sara Ali Khan কে দেখা যাচ্ছে মোবাইল হাতে। এই স্মার্টফোনে Amoled ডিসপ্লে থেকে শুরু করে 64MP OIS সম্পূর্ণ ক্যামেরা ও 44W ফাস্ট চার্জিং থাকবে। চলুন এবার জেনে নিই এই সমস্ত স্পেসিফিকেশন গুলি।

Vivo Y100 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ও লিক Promo আর্ট

Vivo Y100 5G স্মার্টফোনে থাকছে 90Hz রিফ্রেস রেট সহ অ্যামোলেড ডিসপ্লে, ওয়াটার ড্রপ নচের সাথে, থাকবে 1300 nits পর্যন্ত পিক ব্রাইটনেস। এই স্মার্টফোনের থিকনেস হচ্ছে 7.73mm এবং ওজন হচ্ছে 181 গ্রাম।

Vivo Y100 5G স্মার্টফোনে থাকবে মাত্র তিনটি কালার। Twilight Gold, Pacific Blue, & Metal Black Colors এই সমস্ত কালার গুলি নিয়ে লঞ্চ হবে কয়েক দিনের মধ্যেই। আর এই স্মার্টফোনে থাকছে ডুয়েল স্পিকার, ip54 রেটিং সহ অনেক ফিচার।

Vivo Y100 5G স্মার্টফোনের ব্যাটারি হিসাবে থাকছে 44W ফাস্ট চার্জিং সহ 4500mAh ব্যাটারি । এছাড়াও থাকছে Dimensity 900 5G চিপসেট, সাথে LPDDR4X RAM সাপোর্ট এবং UFS2.2 স্টোরেজ সিস্টেম।

Vivo Y100 5G স্মার্টফোনে থাকবে 64MP মেইন ক্যামেরা সহ মোট তিনটি ক্যামেরা সিস্টেম। এই স্মার্টফোনটি পরিচালিত হবে FuntouchOS 13 এর উপর। তবে জানিয়ে রাখি এই সমস্ত স্পেসিফিকেশন ও প্রমো আর্ট টুইটার ইউজার Nishant Pathak এর থেকে জানতে পেরেছি।