২১ আগস্ট ২০২২: আজ ভিভো তাদের Vivo Y22s 4G ফোনটি অত্যন্ত করা দামে লঞ্চ করলো ভিতেটনামের স্মার্টফোন বাজারে। ফোনের ফিচারগুলো নিচে আলোচনা করবো। কি কি থাকবে এই ফোনে, কত দাম হবে এবং সত্যিই কি ভারতে আসবে বলে মনে হয়? এই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো।
IP5X, IPX4, 3.5mm, 8.38mm, 192g
— Techy Preacher ᵗᵖ 👽 👨💻 👑 (@TechyPreacher) August 21, 2022
Funtouch OS 12, Android 12
Colors :- Dark Blue, Yellow Green
Pricing :-
8+128GB – 5990000 VND / ₹20,450 pic.twitter.com/cXeXUr7GJq
Vivo Y22s 4G স্মার্টফোনে আছে 6.55″ HD+ IPS LCD ডিসপ্লে সাথে পিক্সেল 720×1612 । এছাড়া স্ক্রীনের অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং 90Hz রিফ্রেস রেটের সাথে লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটি। Vivo Y22s 4G স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট পাশে দেওয়া হয়েছে। এছাড়াও WiFi 5 এবং Blutooth 5.0 সাপোর্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Google Pixel 7 series hands on video leak
আর ফোনকে দ্রুত চলার জন্য Snapdragon 680 4G SoC অর্থাৎ চিপসেট ব্যাবহার করা হয়েছে। সাথে ডিসপ্লে স্ক্রীন ও গেমিং এর জন্য Adreno 610 GPU দেওয়া আছে। আর সাথে আছে 18W ফাস্ট চার্জিং সহ 5000mAh বিশাল ব্যাটারি। ডুয়াল ক্যামেরাও আছে এই স্মার্টফোনে। একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি 2MP ডেপথ ক্যামেরা সেন্সর, এছাড়াও 8MP একটি ফ্রন্ট ক্যামেরাও আছে।
অন্যান্য ফিচারের মধ্যে 3GB Virtual RAM, MultiTurbo 5.5 সাপোর্ট, নাইট মুড, zoom, ফিঙ্গারপ্রিন্ট, IP5X, IPX4, 3.5mm, 8.38mm, 192gFuntouch OS 12, Android 12, Dark Blue, Yellow Green কালারের সাথে লঞ্চ হয়েছে 8+128GB 5990000 VND / ₹20,450 টাকায়।
আরও নতুন নতুন খবর পড়তে আমাদের Google News পেজটি ফলো করুন। এখানে আমরা প্রতিদিন লটারি নিউজ, লটারি রেজাল্ট, নতুন মোবাইল লঞ্চ, টেক নিউজ এবং আরো অন্যান্য নিউজ প্রদান করে থাকি।