Vivo Y35 4G: ভিভো নতুন স্টাইলিশ ফোন ভারতে লঞ্চ করলো 8GB RAM ও 44W ফাস্ট চার্জিং সাথে

29 আগস্ট 2022: আজ ভারতে ভিভো কোম্পানি অসাধারণ কিছু ফিচারের সাথে 20 হাজার দামের মধ্যে লঞ্চ করলো ভিভো Y35 4g স্মার্টফোন। ফোনটিতে আছে 6.58 ইঞ্চির FHD+ 90Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ IPS LCD ডিসপ্লে। ডিসপ্লের রেজোলিউশন 1080*2408 পিক্সেল। সাথে থাকছে Funtous OS 12 এবং Android 13 সিস্টেম সাপোর্ট। এছাড়াও থাকবে মোবাইলের পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও এই স্মার্টফোনে আছে 44W ফাস্ট চার্জিং সহ 5000 mAh বিশাল ব্যাটারি। ভিভো এই স্মার্টফোনের 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম ₹১৮,৪৯৯ টাকা।

Vivo Y35 4G স্মার্টফোনে আছে Qualcomm Snapdragon 680 4G প্রসেসর। সাথে আছে 8GB RAM সাপোর্ট এবং আরো এক্সট্রা 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট অর্থাৎ টোটাল 16GB পর্যন্ত RAM সাপোর্ট আছে ভিভোর এই ফোনে। Vivo Y35 4G স্মার্টফোনে দুটো সিম সাপোর্ট এবং Agate Black এবং ডাউন গোল্ড কালারের সাথে লঞ্চ হয়েছে। এই ফোনের বডি 164.30*76.10*8.28mm এবং ওজন 188.00 গ্রাম।

আরও পড়ুন: ভারতে খুব দ্রুত আসতে চলেছে Poco M5 5G স্মার্টফোন

Vivo Y35 4G স্মার্টফোনে আছে পিছনের দিকে তিনটি ক্যামেরা। প্রথমটি 50MP f/1.8 অ্যাপারচার সাথে প্রাইমারি ক্যামেরা, 2MP f/2.4 অ্যাপারচার সাথে সেকেন্ডারি ক্যামেরা এবং আরো একটি 2MP f/2.4 অ্যাপারচার সাথে আরো একটি ক্যামেরা সেন্সর। আর সামনে আছে একটি সেলফি ক্যামেরা। Vivo Y35 4G স্মার্টফোনে আছে F/2.0 অ্যাপারচার সাথে 16MP সেলফি ক্যামেরা।

আরও পড়ুন: Motorola Edge 30 Ultra হতে যাচ্ছে ভারতের প্রথম ২০০MP ক্যামেরা ফোন

এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে আছে 4G, সাথে ব্লুটুথ V5.00, WiFi, USB type C এবং দুটো সিমে 4G কানেক্টিভিটি অন। এছাড়াও ফোনের সেন্সর হিসাবে আছে accelerometer, Ambient Light Sensor, gyroscope সেন্সর, proximity sensor এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Vivo Y35 4G স্মার্টফোনে face unlock ফিচার আছে।

আরও পড়ুন: 80W ফাস্ট চার্জিং ও 778G সাথে 25 আগস্ট চায়নাতে লঞ্চ হতে চলেছে iQOO Z6

SOURCE

মন্তব্য করুন