Windows এর সবথেকে জনপ্রিয় মিডিয়া প্লেয়ার VLC ban বলে ঘোষণা করা হল ভারতে। VLC যে উইন্ডোজ এর জগতে সবথেকে জনপ্রিয় ও পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত মিডিয়া প্লেয়ার তানিয়ে কোনো সন্ধেয় নেই। আজকের দিনে ভারতে প্রায় সব windows ব্যাবহারকারীর কম্পিউটার কিংবা ল্যাপটপে অন্য কোনো অ্যাপ্লিকেশন না থাকুক VLC মিডিয়া প্লেয়ার অব্বসই থাকবে। কিন্তু সবার নজর এড়িয়ে ভারত সরকার উইন্ডোজ এর VLC player ভারতে ban বলে ঘোষণা করলো চাইনিজ সাইবার কানেকশন থাকার কারণে।
VLC মিডিয়া প্লেয়ার অ্যাপ্লিকেশনটি তৈরি করেছিল ভিডিও LAN। আজ যে এই অ্যাপ্লিকেশন ban হল টা কোম্পানি কিংবা সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল নোটিস পাওয়া যায়নি। তবে কিছু সূত্র কিংবা খবর থেকে জানা যাচ্ছে যে এই অ্যাপটির চাইনিজ হ্যাকিং গ্রুপ Cicada এর সাথে যোগাযোগ ছিল সাইবার অ্যাটাক এর জন্য। কিছুদিন আগেই এক স্পেশাল সিকিউরিটি জানায় যে এই VLC মিডিয়া প্লেয়ার সাইবার অ্যাটাক এর জন্য চাইনিজ Cicada এর সঙ্গে যুক্ত আছে।
যদিও এই ban সম্পর্কে কোম্পানি এবং সরকার কোনো কিছুই জানায় নি তবুও ban এর কারণ এর জন্য মানুষ গুগল কিংবা টুইটার এ খুজাখুজি করছে। টুইটার এ একজন টুইটার ইউজার জানায় যে ভারতীয় VLC মিডিয়া প্লেয়ার ওয়েবসাইট টিও ban হয়ে গিয়েছে Ministry of Electronics and Information Technology under IT Act, 2000.”
আরও পড়ুন: Galaxy Buds 2 Pro । Earbuds হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যাবে খুব সহজে