The Worldwide Developers Conference (WWCD), APPLE কোম্পানির developer ও সফটওয়্যার সম্পর্কিত কনফারেন্স এর আর মাত্র 2 মাস মত সময় আছে।
আগের বছরের মত Apple অনেকগুলি মেজর update নিয়ে হাজির হবে, যেমন operating systems, watchOS 9, IOS 16, iPad OS 16, macOS 13, tvOS 16 এছাড়াও অন্যান্য অনেক ফিচার নিয়ে আসবে Apple কোম্পানি।
নিচে আমরা watchOS 9 ও iPadOS 16 নিয়ে আলোচনা করছি
Apple iPad Air 5 কবে Launched হবে ও কি কি থাকবে?
Apple watchOS 9
Apple তাদের watchOS 8 এ ID card এবং wallet app key , সম্পূর্ণ নতুন রেডিজাইন হোম অ্যাপ, নতুন ওয়ার্কআউট টাইপ, sleep tracking নতুন আপডেট, সম্পূর্ণ portait mode watch face, Focus modes এবং আরো অনেক কিছু এনেছিল অ্যাপল।
আমরা বিভিন্ন লিক থেকে watchOS সম্পর্কে যা জানতে পেরেছি টা হল Apple system ফিচারের দিকে বেশি নজর দিচ্ছে, এমনকি হেলথ মনিটরিং, activity tracking, workout app অনেক নতুন নতুন improvement নিয়ে আসতে পারে অ্যাপল।

WatchOS 9 এর বর্তমান ছবিতে দেখলে অনেক রিপোর্ট বেরিয়ে আসছে Bloomberg’s Mark Gurman, এবং অ্যাপল analyst Ming-Chi Kuo থেকে। Gurman বলছেন watchOS 9 এ সত্যিই অনেক মেজর মেজর আপডেট আসবে।
System Features
- নতুন নতুন watch face এর রিফ্রেশ দেওয়া থাকবে।
- Low Power Mode থাকবে যা কিছু অ্যাপকে কম ব্যাটারি লাইফ use করতে সাহায্য করবে।
- Crash detection এবং Fall detection features থাকবে যেটি car accident থেকে দূরে রাখবে এবং প্রয়োজনে emergency services প্রোভাইড করবে location data পাঠিয়ে।
Health Monitoring
- Health tracking এবার অনেকটা ইমপ্রুভ ও সহজ হবে।
- Atrial fibrillation features থাকবে যা একজন ব্যাক্তি কতক্ষন atrial fibrillation অবস্থায় থাকবে সেটা চিহ্নিত করবে।
Workout App Improvement
- Activity tracking এর ক্ষেত্রে অনেকটা পরিবর্তন দেখা যাবে।
- আরও বেশি workout types যোগ করা হবে।
- Running এর ক্ষেত্রে অন্য ধরনের ইমপ্রুভ হবে।
Ming-Chi Kuo এর মতে, watchOS 9 সম্ভবত Apple Watch Series 3 থাকবে না কারণ একটি নতুন operating systems এর জন্য যে requirements দরকার তা Apple Watch Series 3 তে নেই।
সেইজন্য watchOS 9 শুধুমাত্র Apple Watch series 4 2018 এর ভার্সন কিংবা নতুন ভার্সনে ব্যাবহার হবে।
Apple iPad OS 16
iPad OS সম্পর্কে খুব অল্প পরিমাণে জানা গিয়েছে, কিন্তু কিছু কিছু নতুন ফিচার সম্পর্কে একমাত্র source Gurman থেকে জানা গিয়েছে। iPad OS এবার multi-tasking এর ক্ষেত্রে বেশি গুরুত্ব দেবে ।

নিচে কিছু ফিচার সম্পর্কে জানানো হল –
- নতুন multi-tasking ইন্টারফেস থাকবে
- IOS 16 এর মত enhanced notification ব্যাবহার করা হবে।
- IOS 16 এর মত নতুন পদ্ধতিতে অ্যাপ যোগাযোগ থাকবে।
- Apple fitness app নতুন ধরনের workout type দেওয়া হবে।
- IOS 16 এর মত Apple Classical app থাকবে।
- নতুন এবং ফ্রেশ অ্যাপল অ্যাপ থাকছে।
অ্যাপল কয়েক বছর ধরে iPad OS এ multi-tasking এর জন্য মার্কেট কাপিয়ে রেখেছে নতুন নতুন ফিচার দেওয়ার মাধ্যমে, যেমন Slide over, Split view এবং ডক।
উদাহরণ হিসাবে বলতে গেলে iPad OS 15 নতুন এক multi-tasking menu add করেছিল অ্যাপ এর মাথায়, সেন্টার উইন্ডো, একটি নতুন মাল্টি উইন্ডো শেলফ এবং নতুন ধরনের Split view এর অভিজ্ঞতা।
ঠিক একই রকমের improvement iPad OS 16 এ দেওয়া হবে কিনা এখনও জানা যায় নি।
Released Date
Apple তাদের watchOS 9, IOS 16, iPad OS 16, macOS 13, এবং tvOS 16 WWDC তে announced করবে, যেটি June 6 Monday এর দিন অনুষ্ঠিত হবে।
এই ঘোষণা করার পর নতুন operating systems Developers দের কাছে পাঠানো হবে টেস্ট করার জন্য। জুলাই মাসের শেষের দিকে Apple এগুলিকে public beta testing এর জন্য রিলিজ করবে।
যখন beta testing শেষ হয়ে যাবে তখন এই নতুন operating systems গুলি publically release করা হবে iPhone 14 সিরিজের সাথে।