Created by Akash
আইকো কোম্পানি তাদের iQOO Neo 8 ও Neo 8 Pro স্মার্টফোনের লঞ্চের জন্য পরিকল্পনা করছে।
বিভিন্ন লিক থেকে আমরা iQOO কোম্পানির এই দুটি ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি।
iQOO Neo 8 সিরিজের দুটি স্মার্টফোনের থাকবে 1.5K অ্যামোলেড ডিসপ্লে সাথে হাই রিফ্রেস রেট।
আইকিউ নিও ৮ প্রো স্মার্টফোনে থাকতে পারে কোয়ালকম স্নাপডরাগণ ৮ যেন ১ প্রসেসর এবং শুধু নিও ৮ ফোনে থাকবে দাইমেন্সিটি ৯২০০ প্রসেসর।
IQOO Neo 8 সিরিজের দুটি ফোনের থাকবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং ৫,০০০ mAh ব্যাটারি।
iQOO Neo 8 স্মার্টফোনে ৫০ মেগা পিক্সেল ক্যামেরা প্রাইমারি ক্যামেরা সহ থাকবে আরও ক্যামেরা সেন্সর।
এছাড়াও থাকতে পারে ১৬ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ অপশন।